IRCTC Bangkok Pattaya Tour: অনেক হল দিঘা, পুরি! এবার জলের দরে ঘুরে আসুন ব্যাঙ্কক, পাটায়া, সুযোগ দিচ্ছে IRCTC

Prosun Kanti Das

Published on:

Advertisements

IRCTC is giving the opportunity to tour in Bangkok Pattaya without visa: ঘুরতে যাওয়া মানেই বাঙালিরা, শুধু জানেন ‘দিপুদা’ অর্থাৎ দীঘা, পুরি, দার্জিলিং। এর বাইরে বাঙালিদের ঘুরতে যাওয়ার জন্য অন্য কোন জায়গা চোখে পড়ে না বললেই চলে। তবে এবার আইআরসিটিসি এমন এক সুযোগ করে দিচ্ছে যাতে করে আপনিও দীঘা, দার্জিলিং, পুরির খরচে ঘুরে আসতে পারেন ব্যাংকক পাটায়া (IRCTC Bangkok Pattaya Tour)। কিভাবে হবে এই অসাধ্য সাধন চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

শীতের মরশুম প্রায় দোরগোড়ায় আর এরকম পরিস্থিতিতে পরিবারের সাথে ঘুরে আসতে পারেন বিদেশ থেকে। দেশের মজা তো অনেক নিলেন এবার আইআরসিটিসির উদ্যোগে (IRCTC Bangkok Pattaya Tour) বিদেশ ঘুরে আসুন এক্কেবারে সস্তায়।থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা থাকলে আইআরসিটিসি এই প্যাকেজ অবশ্যই বুক করতে পারেন। সম্প্রতি থাইল্যান্ড নিয়ে এলো ভারতীয়দের জন্য সুবর্ণ সুযোগ। ভারতীয়দের জন্য ছয় মাসের ফ্রি ভিসা প্রদানের ব্যবস্থা করা হবে।

Advertisements

আপনি যদি আইআরসিটিসির এই ট্যুর প্যাকেজটি বুক করতে চান তাহলে লখনউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকক যাওয়ার সরাসরি ফ্লাইট পেয়ে যাবেন। লখনউ থেকে পাটায়া যেতে আপনার বিমানে সময় লাগবে মাত্র আড়াই ঘন্টা। এই প্যাকেজ ট্যুরের মধ্যে আপনি ফোর স্টার হোটেলে থাকার সুযোগ পাবেন। আপনি ডাবল কিংবা ট্রিপিল শেয়ারিং পদ্ধতির দ্বারা এই হোটেল বুক করতে পারেন। এই প্যাকেজ ট্যুরের মধ্যে থাকবে কোরাল আইল্যান্ড ট্যুর। শুধু তাই নয় ব্যাংকক এবং পাটায়ার বিভিন্ন সুন্দর দর্শনীয় স্থানগুলো আপনি এই প্যাকেজ এর মধ্যেই পেয়ে যাবেন।

Advertisements

আপনার যদি ইংরেজি স্পিকিং সিটি গাইড লাগে তাও অন্তর্ভুক্ত থাকবে এই প্যাকেজের মধ্যে। ফেরার সময় আপনি আবার ব্যাংকক থেকে লখনউ অবধি সরাসরি ফ্লাইট পেয়ে যাবেন (IRCTC Bangkok Pattaya Tour) এবং এই টুর প্যাকেজ এর মধ্যে আপনার সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এবং রাতে ডিনার অন্তর্ভুক্ত থাকবে। সম্পূর্ণ ট্যুর প্যাকেজটি হলো ছয় দিন এবং পাঁচ রাতের জন্য। একা ভ্রমন করতে চাইলে জন প্রতি খরচ হবে ৬০,৩০০ টাকা এবং তিনজনে একসঙ্গে ভ্রমণ করতে গেলে জন প্রতি লাগবে ৫৫, ২০০ টাকা।

আইআরসিটিসির পক্ষ থেকে এত বড় সুবর্ণ সুযোগ আর হয়তো পাওয়া যাবে না। ভিসা ছাড়া এত সস্তায় বিদেশ ভ্রমণ বাঙালির কল্পনার বাইরে। তাই দেরি না করে তাড়াতাড়ি এই সুযোগের সদ্ব্যবহার করে ফেলুন।

Advertisements