IRCTC Tour Packages: ভারতীয় পর্যটনশিল্পকে বিশ্বমানের করে তুলতে ও দেশীয় পর্যটনের মানোন্নয়নে ভারতীয় রেল এবার এক বৃহৎ উদ্যোগে নেমেছে। IRCTC’র উদ্যোগে পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের একাধিক প্যাকেজ ট্যুর (IRCTC Tour Packages) চালু হতে চলেছে, যা দেশের পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত খুলে দেবে। সংস্থার পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার মনোজ কুমার সিং জানিয়েছেন, যুব প্রজন্মের চাহিদা এবং ভ্রমণ প্রবণতাকে মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হচ্ছে এই প্যাকেজগুলি, যা দেশের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করবে।
IRCTC সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন স্থানে ভ্রমণের জন্য বিশেষ ট্রেন (IRCTC Tour Packages) চালানো হবে, যা পর্যটন শিল্পে নতুন জীবন সঞ্চার করবে। শুধু ট্রেনের সেবাই নয়, ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় ও উন্নত মানের খাদ্য সরবরাহেও বিশেষ গুরুত্ব দিচ্ছে এই সংস্থা। স্থানীয় খাবারের স্বাদ বজায় রেখে পরিবেশন করার ব্যবস্থা থাকবে এবং নির্ধারিত মূল্যে খাবারের মানের ক্ষেত্রে আপস করা হবে না। এতে পর্যটকরা উপভোগ করবেন একটি নিরাপদ, আরামদায়ক এবং আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতা।
আরো পড়ুন: বন্দে ভারত ট্রেনের পরিচর্যায় দায়িত্বে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স শুরু হচ্ছে মেশিন লার্নিং
খাদ্য পরিষেবার মান ও সেবার ক্ষেত্রে অতীতে যে ধরনের অভিযোগ ছিল, তা এবার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। IRCTC’র তরফ থেকে জানানো হয়েছে, দূরপাল্লার যাত্রায় যাত্রীদের অভিযোগ ‘শূন্যে’ নামিয়ে আনাই তাদের লক্ষ্য। ট্রেনে খাবারের অতিরিক্ত মূল্য দাবির বিষয়ে কঠোর নজরদারি থাকবে এবং সব রকমের অভিযোগ দ্রুত সমাধান করা হবে।
সংস্থার নতুন পদে যোগ দেওয়ার পর মনোজ কুমার সিং এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ১৯৯৮ সালের আইআরটিএস মনোজ কুমার সিং পূর্ব রেলের সিসিএম পদ থেকে আইআরসিটিসি-র পূর্বাঞ্চলের জিজিএম পদে আসীন হয়েছেন। পর্যটনের ক্ষেত্রে আরও অভিনব ও আকর্ষণীয় উদ্যোগ নিয়ে তিনি আশাবাদী, যা পর্যটনশিল্পে এক নতুন বিপ্লব এনে দেবে।
এই নতুন উদ্যোগের (IRCTC Tour Packages) মাধ্যমে IRCTC দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অভূতপূর্ব ভ্রমণ অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নতমানের পরিষেবা, আকর্ষণীয় পর্যটন প্যাকেজ, সাশ্রয়ী খরচ এবং সুবিধাজনক ট্রেন যাত্রা—সব মিলিয়ে এটি পর্যটনশিল্পে এক নবচেতনার সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। IRCTC মনে করছে, এই পদক্ষেপের মাধ্যমে শুধু পর্যটকদের অভিজ্ঞতাই নয়, দেশের পর্যটন শিল্পও বহুগুণে বিকশিত হবে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে।