IRCTC is offering low budget foreign tours during Puja: বিদেশ ভ্রমণ সবারই স্বপ্ন থাকে কিন্তু খরচের কথা ভেবে অনেকেই পিছিয়ে যায়। এখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। IRCTC এর (IRCTC Foreign Trip) পক্ষ থেকে এবার করুন বিদেশ ভ্রমণ তাও স্বল্প খরচে। আইআরসিটিসির ট্যুর প্যাকেজ এর মাধ্যমে শুধু দেশের বিভিন্ন সুন্দর জায়গা নয় বিদেশেও ভ্রমণের সুযোগ করে দেয়। আইআরসিটিসি এই ট্যুর প্যাকেজে আপনি পেয়ে যাবেন সিঙ্গাপুর ও মালয়েশিয়া ট্যুর তাও পাঁচ রাত এবং ছয় দিনের।
কোন কোন জায়গায় আপনি ঘুরতে পারবেন এই ট্যুর প্যাকেজের মাধ্যমে (IRCTC Foreign Trip)? প্যাকেজের মধ্যে থাকা সিঙ্গাপুরের আকর্ষণীয় পর্যটনকেন্দ্রগুলি হলো সিটি ট্যুর, লিটল ইন্ডিয়া, নাইট সাফারি, সেন্টসা আইল্যান্ড, মেরলিয়ন পার্ক ইত্যাদি। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন আকর্ষণীয় ঘোরার জায়গাগুলি হলো বাতু কেভস, জেন্টিং হাইল্যান্ডস প্রভৃতি বিখ্যাত স্থান।
এই ট্যুর শুরু হতে চলেছে ডিসেম্বর মাসের ৪ তারিখ। আপনি এই ট্যুর প্যাকেজের (IRCTC Foreign Trip) মাধ্যমে আইআরসিটিসির ট্যুর প্যাকেজ ঘুরতে যেতে পারবেন সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বিশিষ্ট জায়গা গুলোতে। পাশাপাশি সিঙ্গাপুর থেকে দিল্লি এবং দিল্লি থেকে কুয়ালালামপুর যাওয়ার বিমান ভাড়া এয়ার এশিয়া এয়ারলাইন্স এই ট্যুর প্যাকেজে অন্তর্ভুক্ত করেছে। এর সাথে পেয়ে যাবেন আরও বাড়তি সুবিধা যেমন থ্রি স্টার হোটেল, ফ্রি এন্ট্রি, থাকা খাওয়া, ভ্রমণ বীমা এবং সাথে একজন অভিজ্ঞ ট্যুর গাইড।
এই ট্যুরে (IRCTC Foreign Trip) যাবার আগে আপনাকে যাবতীয় তথ্য ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই টুর প্যাকেজে টিসিএস ( ফরেন ট্যাক্স) অন্তর্ভুক্ত। এর ফলে ভ্রমণকারীরা আয় করে সুবিধা নিতে পারবেন। আইআরসিটিসির ট্যুর প্যাকেজে যেতে গেলে মাথাপিছু খরচ হবে প্রায় ১,৩৪,৯৫০ টাকা (ডাবল শেয়ারিং)। সম্প্রতি IRCTC Razorpay এবং Paytm এর সাথে পার্টনারশিপ করেছে। এর মাধ্যমে সহজে নিরাপদভাবে ডেভিড কিংবা ক্রেডিট করে টাকার লেনদেন করা যাবে। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া উভয় জায়গাতে বিনোদন এবং সংস্কৃতির মিশ্রিত রূপ হিসাবে বিভিন্ন জিনিস দেখার আছে।
আপনি যদি স্বল্প টাকায় বিদেশ ভ্রমণ করতে চান তাহলে আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে ভ্রমণের জন্য অনলাইন বুকিং করতে পারেন। https://www.irctctourism.com এই ওয়েবসাইটে গিয়ে তাড়াতাড়ি বুকিং সম্পন্ন করলেই ভ্রমণের আনন্দ নিতে পারবেন। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণের ইচ্ছা থাকলে নিচের নাম্বার গুলোতে ফোন করে বিস্তারিত তথ্য জানতে পারবেন। যেমন 8287930747, 8287930624।