নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে। কারণ এই ভারতীয় রেলের পরিষেবার উপর নির্ভর করে প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন।
দূরপাল্লার ট্রেনে যাত্রা করার সময় যাত্রীদের সকালের চা থেকে শুরু করে লাঞ্চ, ডিনার ইত্যাদি করতে হয়। তবে দিন কয়েক আগে ট্রেনে চায়ের দামের উপর সার্ভিস ট্যাক্স নেওয়া নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার ভারতীয় রেল খাবারের খরচ কত পড়বে, সেই তালিকা প্রকাশ করল।
ভারতীয় রেলের তরফ থেকে প্রকাশ করা তালিকায় জানানো হয়েছে, চা পরিবেশন করার জন্য আর কোন সার্ভিস ট্যাক্স বসানো হবে না। রাজধানী, দুরন্ত, শতাব্দীর মতো এক্সপ্রেস ট্রেনগুলির ক্ষেত্রে প্রথম শ্রেণীতে যে সকল যাত্রীরা যাতায়াত করবেন তাদের চায়ের খরচ হিসাবে দিতে হবে ৩৫ টাকা প্রতি কাপ। দ্বিতীয়, তৃতীয় এবং চেয়ার কার যাত্রীদের জন্য কাপ প্রতি দিতে হবে ২০ টাকা। এমনকি টিকিটের সঙ্গে খাবারের দাম দেওয়া না থাকলেও পরেও একই দাম দিতে হবে যাত্রীদের। সেক্ষেত্রেও আলাদা করে কোন চার্জ নেওয়া হবে না।
এর পাশাপাশি এই সকল ট্রেনের ক্ষেত্রে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য কত খরচ করতে হবে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে।
একইভাবে বন্দে ভারত এক্সপ্রেস, তেজস এবং গতিমান এক্সপ্রেসের ক্ষেত্রেও যাত্রীদের চা থেকে শুরু করে ডিনারের উপর কত খরচ করতে হবে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। বিতর্কের মাঝে এই তালিকা প্রকাশ করার ফলে ট্রেনে যাতায়াতের সময় খাবারের দাম নিয়ে যাত্রীদের মধ্যে আর কোনো সংশয় থাকবে না বলেই মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, যাত্রাপথে যদি কোন ট্রেন নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে না পারে অর্থাৎ লেট থাকে তাহলে সেই ট্রেনের যাত্রীরা স্বাভাবিক দামের তুলনায় অনেক সস্তায় খাবার পাবেন। কত সস্তায় খাবার পাওয়া যাবে, সেটিও রেলওয়ে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।