নিমেষে বুকিং হবে তৎকাল টিকিট, নতুন অ্যাপ নিয়ে এলো IRCTC

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গণপরিবহণের অন্যতম মাধ্যম হলো ট্রেন পরিষেবা। এই পরিষেবার উপর দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন নির্ভরশীল। অন্যদিকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই ট্রেন পরিষেবার ক্ষেত্রে বিপুল পরিবর্তন আসে। এই সকল পরিবর্তনের মধ্যে অন্যতম হলো অনলাইনে টিকিট বুকিং।

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর একসময় টিকিট কাউন্টারে টিকিট বুকিং বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে মানুষ অনলাইনে টিকিট বুকিং করার ক্ষেত্রে ধাতস্থ হয়ে পড়েন। সম্প্রতি যাত্রীদের একটা বিরাট অংশ অনলাইনে টিকিট বুকিং করছেন। অনলাইনে টিকিট বুকিং করা সুবিধাজনক হলেও তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বিপুল সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যা থেকে যাত্রীদের উদ্ধার করতে এবার নতুন অ্যাপ নিয়ে এলো IRCTC।

নিমেষে তৎকাল টিকিট বুকিং করার জন্য IRCTC যে নতুন অ্যাপটি এনেছে সেই অ্যাপটির নাম হল Confirm Ticket। এই অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট বুকিং করার ক্ষেত্রে যাত্রীরা অনেকটাই সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে অ্যাপ উপলব্ধ রয়েছে।

এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা কত আসন ফাঁকা রয়েছে তা জানার ক্ষেত্রে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না এবং বিশেষ রুটে সমস্ত ট্রেনের তৎকাল টিকিট সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হবে এই অ্যাপে। পাশাপাশি জানা যাচ্ছে এই অ্যাপের মধ্যে যাত্রীরা নিজেদের ব্যক্তিগত তথ্য সেভ করে রাখতে পারবেন।

এই অ্যাপের সব থেকে বড় সুবিধা হল আলাদা আলাদা করে বিভিন্ন ট্রেনের তৎকাল টিকিট দেখার প্রয়োজন হবে না। একটি রুটের সমস্ত ট্রেনের তৎকাল টিকিট একসঙ্গে দেখা যাবে। টিকিট বুক করার সময় সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশনের নাম দিতে হবে। এরপর তারিখ বেছে নিয়ে এগিয়ে যেতে হবে। সেখানেই সমস্ত ট্রেনের তৎকাল টিকিটের স্ট্যাটাস দেখানো হবে। তারপর সিট সিলেক্ট করে IRCTC আইডি দিয়ে লগইন করে টিকিট বুক করে নেওয়া যাবে।