বাসের টিকিট এবার IRCTC ওয়েবসাইটে, রইলো নয়া পরিষেবার খুঁটিনাটি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অনায়াসে ট্রেন এবং বিমানের টিকিট সাধারণ যাত্রীদের হাতে তুলে দিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে IRCTC। আর এবার তারা নিজেদের পরিধি বাড়িয়ে নতুন বছরের বাসের টিকিট দেওয়ার মতো নয়া পরিষেবা চালু করলো।

Advertisements

IRCTC-এর তরফ থেকে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গত ২৯ শে জানুয়ারি থেকে তারা অনলাইনে বাসের টিকিট প্রদান করা শুরু করেছে। এই পরিষেবা প্রদানের জন্য তারা ৫০ হাজারের বেশি সরকারি এবং বেসরকারি বাস পরিবহন সংস্থার সাথে গাঁটছড়া বেঁধেছে। দেশের ২২টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে তারা তাদের এই পরিষেবা শুরু করেছে।

Advertisements

IRCTC-র ওয়েবসাইট থেকে কিভাবে বাসের টিকিট বুক করা যাবে?

Advertisements

IRCTC-র ওয়েবসাইট থেকে বাসের টিকিট বুক করার জন্য যাত্রীদের যেতে হবে http://bus.irctc.co.in লিঙ্কে। সেখানে যাত্রীরা কোথায় থেকে কোথায় যাবেন তা বেছে নেওয়ার অপশন রয়েছে। নির্দিষ্ট জায়গা থেকে গন্তব্য এবং যাত্রার দিন বেছে নেওয়ার পর যাত্রীর সামনে উপলব্ধ থাকা বাসের তালিকা চলে আসবে। বাসের তালিকার পাশাপাশি ভাড়া জানিয়ে দেওয়া হবে।

এরপর যাত্রীরা নিজেদের পছন্দমতো বেছে নিতে পারবেন এবং সেই বাসের পছন্দমত সিটও বেছে নিতে পারবেন যদি উপলব্ধ থাকে। এরপর অনলাইন পেমেন্টের মাধ্যমে বাসের টিকিট বুক করে নেওয়া যাবে। বুকিংয়ের বিস্তারিত বিবরণ যাত্রীর মোবাইল নম্বর এবং ইমেলে প্রদান করা হবে।

Advertisements