নতুন বছরে IRCTC-র নয়া চমক, সহজ হবে টিকিট বুকিং

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয়দের কাছে গণপরিবহণের মেরুদন্ড হল রেল পরিষেবা। প্রতিনিয়তই কাজের তাগিদে অথবা ভ্রমণ বেশিরভাগ ক্ষেত্রেই রেলের উপর নির্ভরশীল হতে হয় ভারতীয়দের। তবে রেল যাত্রার আগে আমজনতাকে সবথেকে বেশি সমস্যায় পড়তে হয় টিকিট বুকিং করা নিয়ে। আর এই সমস্যা থেকে আমজনতাকে রেহাই দিতে বছরের শেষে IRCTC-র নয়া চমক।

Advertisements

Advertisements

৩১ ডিসেম্বর রেলমন্ত্রী পীযূষ গোয়েলের হাত ধরে IRCTC প্রকাশ করলো নতুন রূপে নতুন সুবিধা সম্পন্ন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এবার থেকে ট্রেনের টিকিট বুকিং আরও সহজ এবং দ্রুত হবে বলে দাবি করা হয়েছে IRCTC-র তরফ থেকে।

Advertisements

রেল সূত্রে জানা গিয়েছে, টিকিট বুকিংয়ের জন্য আগের যে ওয়েবসাইট ছিল সেই একই ওয়েবসাইট অর্থাৎ www.irctc.co.in ই থাকছে। তবে এই ওয়েবসাইটটিকে আপগ্রেড করা হয়েছে। আর এই আপগ্রেডের দরুন যাত্রীরা আগের তুলনায় অনেক দ্রুত টিকিট বুক করতে পারবেন।

নিজেদের আপগ্রেড করা ওয়েবসাইট সম্পর্কে IRCTC-র তরফ থেকে দাবি করা হয়েছে আপগ্রেড হওয়া এই ওয়েবসাইটটি এবার যথেষ্ট পরিমাণ লোড নিতে পারবে। কোনভাবেই সমস্যা হবে না টিকিট বুক করার সময়। পাশাপাশি টিকিট বুক করার সময় কোন যাত্রী যদি খাবার বুক করতে চান তাহলে তার অপশন পেয়ে যাবেন অতি সহজেই।

IRCTC সূত্রে জানা গিয়েছে বর্তমানে তাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট থেকে মিনিটে ৭৫০০ টি টিকিট বুক করা যায়। কিন্তু আপগ্রেড হওয়ার পর যে ওয়েবসাইটটি আসতে চলেছে তাতে মিনিটে ১০০০০ টি টিকিট বুক করতে পারবেন যাত্রীরা।

Advertisements