Online-এ রেল টিকিট বুকিং আরও সহজ করলো IRCTC

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি আইআরসিটিসির ওয়েবসাইটে এসেছে বেশ কিছু বদল। যার ফলে ট্রেনের টিকিট বুকিং করা আরও সহজ হয়ে পড়েছে। অনলাইনে এবার থেকে কোনরকম দুর্ভোগ ছাড়াই বুকিং করা যাবে রেল টিকিট।

Advertisements

Advertisements

আইআরসিটিসির ওয়েবসাইটের নতুন যে বদল নিয়ে আসা হয়েছে তাতে করে ওয়েবসাইটের গোড়াতেই ট্রেন টিকিট সার্চ বলে একটি অপশন পাওয়া যাবে। আর এর ফলে এখন থেকে লগইন না করেও নির্দিষ্ট রুটের ট্রেনের টিকিট খুঁজে নেওয়া যাবে।

Advertisements

নতুন পদ্ধতিতে অনলাইনে টিকিট বুকিং করার জন্য irctc.co.in ওয়েবসাইটে যাওয়ার পরে ‘Book Your Ticket’ -এ ক্লিক করে আপনার কোথায় থেকে কোথায় গন্তব্য জানিয়ে ট্রেন খুঁজে নিতে পারবেন। তারপর টিকিট বুকিং করার জন্য লগইন করতে পারেন।

এমনকি পিএনআর স্ট্যাটাস চেক করার জন্য লগইন করার কোন দরকার নেই। Book your ticket’ বক্সের নিচে নির্দিষ্ট জায়গায় পিএনআর নাম্বার লিখে সাবমিট করার পর জানতে পারবেন স্ট্যাটাস।

আইআরসিটিসির নতুন ওয়েবসাইট ডিজাইনে লগইন ছাড়াই ট্রেন খোঁজার পাশাপাশি ট্রেনের আসন সংখ্যা সম্পর্কেও জানতে পারবেন। এমনকি বিকল্প ট্রেনের সাজেশনও দেবে এই নতুন ডিজাইনের ওয়েবসাইটটি। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট রুটে অন্য কোন ট্রেনে কত সংরক্ষিত আসন রয়েছে তাও জানিয়ে দেবে।

Advertisements