নিজস্ব প্রতিবেদন : দুর্গা পুজোর (Durga Puja) সময় টানা বেশ কয়েকদিনের ছুটি পাওয়া যায়। এই সময় অফিস কাছারি থেকে শুরু করে স্কুল কলেজ সবকিছু বন্ধ থাকায় বহু পর্যটক রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন। আবার ঘুরতে যাওয়ার যে সকল জায়গা রয়েছে তার মধ্যে বাঙ্গালীদের অন্যতম একটি জায়গা হল উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling)।
তবে প্রতিবছর নজরে আসে, পূজোর সময় দার্জিলিং অথবা উত্তরবঙ্গের কোন জায়গায় যাওয়ার জন্য সেই ভাবে ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেল কোন কিছুই ফাঁকা পাওয়া যায় না। আসলে আগে থেকেই অধিকাংশ পর্যটক প্ল্যান করে রাখেন এবং বুকিং করে ফেলেন। এমন পরিস্থিতিতে এবার যাওয়া আসা, থাকা খাওয়া সবকিছু চিন্তা দূর করে দুর্দান্ত একটি প্যাকেজ ঘোষণা করলো IRCTC। এই প্যাকেজ জলের দরে দার্জিলিং ঘোরাবে পর্যটকদের। শুধু দার্জিলিং নয়, ডুয়ার্সও ঘোরার সুযোগ থাকছে।
IRCTC নতুন যে প্যাকেজটি এনেছে সেটি শুরু হবে ২১ অক্টোবর অর্থাৎ মহাসপ্তমীর দিন। এই প্যাকেজে মোট ছয় দিন এবং পাঁচ রাত বাইরে কাটানোর সুযোগ রয়েছে। এই প্যাকেজের যাত্রা শুরু হবে শিয়ালদহ স্টেশন থেকে। প্যাকেজের জন্য মোট ৩০টি আসন বরাদ্দ করা হয়েছে অর্থাৎ ৩০ জন পর্যটককে নিয়ে যাওয়া হবে। দার্জিলিং ঘোরার জন্য এই প্যাকেজে খরচ হবে মাথাপিছু ২১ হাজার ১৫০ টাকা। এই টাকার মধ্যেই রয়েছে ট্রেনের টিকিট, ফুডিং, ডিলাক্স হোটেল, এদিকওদিক ঘুরে দেখার গাড়ি খরচ। লামাহাটা, তাকদা, তিনচুলেও থাকতে পারে প্যাকেজে।
দার্জিলিং ছাড়াও ডুয়ার্স ঘুরে দেখার জন্য প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যে প্যাকেজের জন্য পর্যটকদের মাথাপিছু খরচ করতে হবে ১৮৮৫০ টাকা। এই টাকার মধ্যেই থাকা খাওয়া থেকে শুরু করে ট্রেনের টিকিট খরচ, ঘোরা সমস্ত কিছু রয়েছে। এই প্যাকেজের সঙ্গে একটি বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। যে সুযোগ অনুযায়ী খাবারে স্পেশাল বাঙালি থালি দেওয়া হবে।
পুজোর সময় আইআরসিটিসিটির তরফ থেকে এই যে প্যাকেজ আনা হয়েছে সেগুলি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করা যাবে। এছাড়াও বিভিন্ন জায়গায় যে সকল রিজিওনাল অফিস রয়েছে সেই সকল অফিস থেকেও নিজেদের সিট বুকিং করতে পারবেন পর্যটকরা।