অনলাইনে এই পদ্ধতিতে সহজেই বদল করুন ট্রেনের বোর্ডিং স্টেশন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে রেল পরিষেবা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা। বলা যেতে পারে এই রেল পরিষেবা ভারতীয়দের কাছে গণপরিবহনের মেরুদন্ড। রেল পরিষেবার ওপর নির্ভর করে প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ কাজে, ঘুরতে অথবা অন্য কোনো কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন।

Advertisements

এই রেল পরিষেবায় অনেক ক্ষেত্রেই যাত্রীদের এক গন্তব্যে যাওয়ার জন্য টিকিট বুক করেছেন, অথচ তাকে অন্য গন্তব্যে যেতে হবে এমনটা হয়ে থাকে। সেক্ষেত্রে যাত্রীদের স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন হতে হয়। এবার এই অসুবিধার সম্মুখিন যাতে না হয় তার জন্য বোর্ডিং স্টেশন পরিবর্তন করার ব্যবস্থা নিয়ে এলো ভারতীয় রেল।

Advertisements

এবার থেকে এই বোর্ডিং স্টেশন পরিবর্তন করার কাজ যাত্রীরা নিজেরাই করতে পারবেন অনলাইনে। তবে বোর্ডিং স্টেশন পরিবর্তন করার ক্ষেত্রে রেলের কিছু শর্ত রয়েছে যা যাত্রীদের মানতে হবে। যেমন ট্রেনের যাত্রা শুরুর ২৪ ঘন্টা আগে বোর্ডিং স্টেশন পরিবর্তন করার বিষয়ে জানাতে হবে রেলকে।

Advertisements

IRCTC-র নিয়ম অনুযায়ী কোনো যাত্রী যদি অনলাইনে টিকিট বুক করে থাকেন তাহলে তিনি অনলাইনে সেই টিকিটের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। তবে কোন ট্রাভেল এজেন্ট দিয়ে টিকিট বুকিং করে থাকলে এই সুযোগ পাবেন না যাত্রীরা। কিভাবে বদল করতে হবে বোর্ডিং স্টেশন?

https://www.irctc.co.in/nget/train-search ওয়েবসাইটে গিয়ে টিকিট বুকিং হিস্ট্রিতে যেতে হবে। সেখানে আপনার ট্রেনটি বেছে নিয়ে ‘চেঞ্জ বোর্ডিং পয়েন্ট’ অপশন দেখায় সেখানে ক্লিক করতে হবে। এরপর সেখানে নতুন একটি পেজ খুলে যাওয়ার পর ড্রপডাউন অপশন দেওয়া হবে নতুন স্টেশন বেছে নেওয়ার জন্য।

Advertisements