একেবারে সত্যি! রেলযাত্রীদের ধারে টিকিট কাটার সুযোগ করে দিলো IRCTC

নিজস্ব প্রতিবেদন : রেল টিকিট তাও আবার ধারে! শুনতে বিস্ময়কর লাগলেও এমনই অভিনব পন্থা নিয়ে এসেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। নতুন এই পদ্ধতি অনুসারে যাত্রীদের থেকে টাকা না নিয়েই টিকিট কাটার অনুমতি দিবে রেল। তবে আপনাকে সেই টিকিটের ভাড়া অবশ্যই মেটাতে হবে, হাতে পাবেন বেশ কয়েকটা দিন। IRCTC র তরফ থেকে চালু করা এই নতুন সিস্টেমের নাম হলো ‘Book now and pay later’.

নতুন এই পরিষেবা রেল টিকিট বুক করার জন্য গ্রাহকদের বেছে নিতে হবে ‘e-Pay Later ‘অপশনটিকে।এমনকি এই পদ্ধতিতে রিজার্ভ টিকিট অথবা তৎকাল টিকিট দু’ধরনের টিকিটই বুক করা যাবে, এমনটাই জানিয়েছে আইআরসিটিসি। এই পরিষেবা আসার ফলে অজস্র গ্রাহক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যে সমস্ত গ্রাহকদের হঠাৎ করে কোথাও যাওয়ার প্রয়োজন হয়ে ওঠে অথচ অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকে না। তবে মনে রাখবেন এই সুবিধা কেবলমাত্র ই-টিকিটের ক্ষেত্রেই উপলব্ধ।

‘e-Pay Later’ অপশনের মাধ্যমে টিকিট বুক করার পদ্ধতি

‘e-Pay Later’ পরিষেবা ব্যবহার করে টিকিট বুক করার জন্য আপনাকে প্রথমে IRCTC র অফিশিয়াল ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট লগইন করতে হবে। তারপর আপনার রেল যাত্রার পুরো তথ্য দিতে হবে। পাশাপাশি পূরণ করুন যাত্রীর নাম ও অন্যান্য তথ্য। এরপর পেমেন্ট অপশনে গিয়ে ‘Pay Later’ অপশনটি বেছে সেখানে ক্লিক করুন। তারপরে আপনি পেয়ে যাবেন রেলের টিকিট এবং পরে টাকা মেটানোর সুবিধা।

টিকিট বুক করার সময় আপনার রেজিস্টার মোবাইলে আসবে একটি ওটিপি। যেটিকে নির্দিষ্ট জায়গায় দিতে হবে। পরে টিকিটের টাকা মেটানোর শর্ত অনুযায়ী আপনাকে টিকিট কাটার ১৪ দিনের মধ্যে সেই টাকা আইআরসিটিসিকে মিটিয়ে দিতে হবে।