এক ট্রেনে ঘোরা যাবে দেশের এই সকল তীর্থক্ষেত্র, নয়া উদ্যোগ IRCTC-র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বড় সংখ্যার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা কাজের তাগিদে যাতায়াত অথবা ভ্রমণের জন্য ট্রেনের উপর নির্ভরশীল। কম খরচে এবং আরামদায়ক ভ্রমণের জন্য কোটি কোটি মানুষ এই রেল পরিষেবার উপর নির্ভর করে থাকেন। যে কারণে রেল পরিষেবাকে দেশের গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে।

Advertisements

এবার এই গণপরিবহনের মেরুদন্ডের উপর ভর করে দেশের বিভিন্ন তীর্থক্ষেত্র ঘুরে দেখতে পারবেন পুণ্যার্থীরা। পুণ্যার্থীদের সেই স্বপ্ন পূরণের জন্য IRCTC একটি নতুন উদ্যোগ নিয়েছে। IRCTC-র তরফ থেকে এই নতুন উদ্যোগের পরিপ্রেক্ষিতে একটি ট্যুর প্যাকেজের ঘোষণা করা হয়েছে। আগামী অক্টোবর মাসে শুরু হতে চলেছে এই ট্যুর প্যাকেজ।

Advertisements

নতুন এই ট্যুর প্যাকেজের মাধ্যমে যাত্রীরা জ্যোতির্লিঙ্গের সঙ্গে শিরডির সাই বাবা ঘুরে দেখতে পারবেন। এই ট্যুর শুরু হবে আগামী ১০ অক্টোবর দাঁড়ভাঙ্গা রেল স্টেশন থেকে। এই ট্যুর প্যাকেজের নাম দেওয়া হয়েছে শিরডি ও জ্যোতির্লিঙ্গ যাত্রা। এই যাত্রা ১১ দিন ও ১০ রাতের। এই প্যাকেজের মাধ্যমে যাত্রীরা থার্ড এসি এবং স্লিপারে ভ্রমণ করতে পারবেন। প্যাকেজের খরচ জনপ্রতি ১৮,৪৫০ থেকে শুরু। কমফোর্ট ক্লাসে জনপ্রতি খরচ পড়বে ২৯,৬২০ টাকা।

Advertisements

এই প্যাকেজের মধ্যেই যাত্রীদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার দেওয়া হবে। ঘুরে দেখা যাবে উজ্জয়নি অর্থাৎ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। দ্বারকা অর্থাৎ দ্বারকাধীশ মন্দির এবং নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, সোমনাথ জ্যোতির্লিঙ্গ এবং শিরডি সাই বাবা দর্শন এবং ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ।

এই ট্যুর প্যাকেজ বুক করার জন্য যাত্রীদের IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.irctctourism.com এ যেতে হবে। সেখান থেকে বুক করলেই যাত্রীরা এই সুবিধা পাবেন।

Advertisements