এবার আরও সহজ চারধাম যাত্রা, IRCTC-র দারুণ অফার, হাতছাড়া করলে পস্তাবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছর ঘুরতে না ঘুরতেই ফের শুরু হতে চলেছে চারধাম যাত্রা। গত বছর রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের চারধাম যাত্রায় (Char Dham Yatra 2023) অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। এই বছর আশা করা হচ্ছে আরও বিপুল সংখ্যক ভক্তরা চারধাম যাত্রায় অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই চারধাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যাত্রার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে ভক্তদের চারধাম যাত্রা আরও সহজ করতে দারুণ এক অফার নিয়ে এলো আইআরসিটিসি (IRCTC)।

Advertisements

Irctc এর তরফ থেকে যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই প্যাকেজের সুবিধা সম্পর্কে জানানো হয়েছে, ২০২৩ সালের চারধাম যাত্রার জন্য ভক্তদের পবিত্র মন্দিরগুলিতে নিয়ে যাওয়া হবে। যাত্রাপথ মসৃণ হলেও কিছুটা পথ হেঁটে যেতে হবে বলে জানা যাচ্ছে। আইআরসিটিসির তরফ থেকে চারধাম যাত্রার জন্য যে প্যাকেজ আনা হয়েছে তা ১১ রাত এবং ১২ দিনের।

Advertisements

ইতিমধ্যেই কেদারনাথ ও বদ্রিনাথ মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন সাধারণ ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এই দুটি মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে ২৫ এপ্রিল খুলবে কেদারনাথ মন্দিরের দরজা এবং ২৭ এপ্রিল খুলবে বদ্রিনাথ মন্দিরের দরজা।

Advertisements

Irctc এর তরফ থেকে চারধাম যাত্রার যে প্যাকেজ আনা হয়েছে সেই প্যাকেজ অনুযায়ী ভক্তরা ঘুরে দেখতে পারবেন যমুনোত্রী, গঙ্গোত্রী, বদ্রীনাথ, হরিদ্বার, কেদারনাথ, ঋষিকেশ। মুম্বাই থেকে রওনা দেওয়ার পর দিল্লি, হরিদ্বার, বারকোট, জানকিচট্টি, যমুনোত্রী, উত্তরকাশী, গঙ্গোত্রী, গুপ্তকাশী, সোনপ্রয়াগ, কেদারনাথ, বদ্রীনাথ, হরিদ্বার, দিল্লি হয়ে মুম্বাইয়ে শেষ হবে যাত্রা।

Irctc এর এই প্যাকেজের মধ্যেই রয়েছে বিমান যাত্রার ভাড়া থেকে শুরু করে সমস্ত রকম পরিবহনের খরচ। এছাড়াও থাকছে থাকার ব্যবস্থা। পাশাপাশি ব্রেকফাস্ট, ডিনার ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে প্যাকেজের মধ্যে। এই বিষয়ে আরও জানা যাবে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে। খরচ হিসাবে কেউ যদি একা সফর করেন তাহলে তাকে বহন করতে হবে ৯১ হাজার ৪০০ টাকা, দুজনে গেলে খরচ পড়বে মাত্র ৬৯, ৯০০টাকা এবং তিনজনে গেলে খরচ হবে মাত্র ৬৭,০০০ টাকা।

Advertisements