নিজস্ব প্রতিবেদন : ভ্রমণ পিপাসুরা বছরের বিভিন্ন সময় সুযোগ পেলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তবে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় তারা ট্রেনের কনফার্ম টিকিট না পেয়ে ভ্রমণ আটকে ফেলেন। তবে এই সকল ভ্রমণপিপাসুদের যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য দেশজুড়ে অনলাইনে টিকিট বিক্রি শুরু করলো আইআরসিটিসি।
আইআরসিটিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন ট্রেনের টিকিট এবং বিমানের টিকিট বুকিংয়ের পাশাপাশি এবার বাসের টিকিট বুকিংয়ের সুযোগ এনে দিলো। এই সংস্থা থেকে বাসের টিকিট বুক করার জন্য www.bus.irctc.co.in ওয়েবসাইট ভিসিট করতে হবে।
এই ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা দেশের ২২টি রাজ্য এবং ৩টি কেন্দ্র শাসিত অঞ্চলের বাস বুক করা যাবে। এই ওয়েবসাইটের সঙ্গে দেশের প্রায় ৫০ হাজার সরকারি ও বেসরকারি বাস সংযুক্ত করা হয়েছে। এই ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট বুকিং করলে নিশ্চিন্তে দেশ ভ্রমণ করা যাবে।
IRCTC ওয়েবসাইটে বহু দিন ধরেই বাস টিকিট বুকিং ব্যবস্থা আনার দাবি তুলছিলেন। সেই দাবি অনুযায়ী এবার এই পরিষেবা যুক্ত করা হলো। এর আগে এই সংস্থার তরফ থেকে বিমান ও ট্রেনের টিকিট বুকিং করার সুবিধা প্রদান করার পাশাপাশি দেশের প্রায় ১০ হাজার হোটেল বুকিং করার সুবিধা প্রদান করে আসছে।
আইআরসিটিসি’র সর্বভারতীয় কর্তা আনন্দ ঝা জানিয়েছেন, ‘”এটা পর্যটকদের কাছে আইআরসিটিসি’র ওয়ান স্টেপ ট্রাভেল সলিউশন হিসেবে কাজ করবে। বাসের টিকিট বুকিং করতে আইআরসিটিসি অতিরিক্ত কোনও টাকা কাটবে না। এমনকী এই সংস্থার দ্বারা একটি প্ল্যাটফর্ম থেকেই দেশের সর্বত্র বাস বুক করার সুযোগ পাবেন যাত্রীরা।’”