নিজস্ব প্রতিবেদন : কাজের প্রয়োজনে অনেকেই ট্রেনে যাতায়াত করেন নিয়মিত, আবার অনেক কারণে কারোর কারোর তৎকালীন কোথাও যাত্রা করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে তৎকাল টিকিটের প্রয়োজন হয়।
বিশ্বের বৃহত্তম রেলওয়ে পরিচালনা সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো ইন্ডিয়ান রেলওয়ে আর আইআরসিটিসি হলো অনলাইনে ভারতীয় রেলওয়ের টিকিট বিক্রির একমাত্র অনুমোদিত সংস্থা।বিশেষ প্রয়োজনে সাধারণ ভাড়ার থেকে নিদির্ষ্ট পরিমান বেশি ভাড়া সংগ্রহ করে এই সংস্থা তৎকালীন টিকিটের ব্যবস্থা করে। তৎকাল ট্রেনের টিকিট পাওয়া যায় অনলাইনে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ irctc.co.in এর মাধ্যমে। এছাড়াও এই টিকিট কাটা যায় তার মোবাইল অ্যাপ্লিকেশন থেকে। তৎকাল ট্রেনের টিকিটগুলি সারা দেশে রেলওয়ে টিকিট কাউন্টার থেকেও অফলাইনে পাওয়া যায়।
কিন্তু বুকিংয়ের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু নিয়ম শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি ক্লাসের জন্য সকাল ১০ টা এবং নন-এসি ক্লাসের জন্য সকাল ১১:০০ টায় খোলা হয় টিকিট বুকিংয়ের জন্য। তৎকালের টিকিট চার্জ হিসাবে দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে সাধারণ ভাড়ার ১০ শতাংশ হারে বৃদ্ধি পায়, অন্যান্য সকল শ্রেণীর জন্য ৩০% ভাড়া বৃদ্ধি পায়।
Reserve Second sitting (2S) – ১০.০০ টাকা (Minimum Tatkal Charges), ১৫.০০ টাকা (Maximum Tatkal Charges), ১০০ কিমি (Minimum Distance for charge)
Sleeper
AC Chair – ১০০.০০ টাকা (Minimum Tatkal Charges), ২০০.০০ টাকা (Maximum Tatkal Charges), ৫০০ কিমি (Minimum Distance for charge)
AC Chair Car – ১২৫.০০ টাকা (Minimum Tatkal Charges), ২২৫.০০ টাকা (Maximum Tatkal Charges), ২৫০ কিমি (Minimum Distance for charge)
AC 3 Tier – ৩০০.০০ টাকা (Minimum Tatkal Charges), ৪০০.০০ টাকা (Maximum Tatkal Charges), ৫০০ কিমি (Minimum Distance for charge)
AC 2 Tier – ৪০০.০০ টাকা (Minimum Tatkal Charges), ৪০০.০০ টাকা (Maximum Tatkal Charges), ৫০০ কিমি (Minimum Distance for charge)
Executive – ৪০০.০০ টাকা (Minimum Tatkal Charges), ৪০০.০০ টাকা (Maximum Tatkal Charges), ২৫০ কিমি (Minimum Distance for charge)
তৎকাল টিকিট যাত্রীদের ট্রেন যাত্রার সময় তা আসল পরিচয়পত্র নিয়ে যাওয়া প্রয়োজন। সাধারন যাত্রা করার সময় যেখানে ৬ জন যাত্রী একটি PNR নম্বরে যাত্রা করতে পারতো সেখানে তৎকালে যাত্রা করার সময় ৪ জন যাত্রী একটি PNR নম্বরে যাত্রা করতে পারবে।
কোনো কারণে ট্রেন যদি ৩ ঘণ্টার বেশি বিলম্বিত হয় কিংবা বাতিল হয় সেক্ষেত্রে তৎকালীন টিকিটের ভাড়া ফেরত পাওয়া যায়। কিন্তু কনফার্ম হয়ে যাওয়া তৎকাল টিকিট নিজে থেকে বাতিল করলে টাকা ফেরত পাওয়া যায় না।