নামমাত্র খরচে ১৮ দিনের সফর, ট্রেনে চড়ে রামায়ণ যাত্রার সুবর্ণ সুযোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করানোর পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগও করে দেওয়া হয়। সেরকমই এবার ভারতীয় রেলের তরফ থেকে শুরু করা হচ্ছে রামায়ণ যাত্রা (Ramayan Yatra)।

Advertisements

সামনেই রামনবমী (Ram Navami) আর সেই রামনবমীকে সামনে রেখে রাম জন্মভূমি এবং রামচন্দ্র সম্পর্কিত বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর সুযোগ করে দেওয়া হচ্ছে আইআরসিটিসির (IRCTC) তরফ থেকে। অল্প খরচে বিলাসবহুল ট্রেনে করে রামচন্দ্র সম্পর্কিত বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

Advertisements

আগামী ৭ এপ্রিল দিল্লি থেকে শুরু হবে এই রামায়ণ যাত্রা। উত্তর প্রদেশের অযোধ্যা, প্রয়াগরাজ এবং বারাণসী সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখানো হবে এই প্যাকেজের মাধ্যমে। অযোধ্যা ও বিহারের নন্দীগ্রামে ভারত মন্দির, সীতামারহি, জনকপুর, বক্সার, বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট, নাসিক, হাম্পি, রামেশ্বরম, ভদ্রাচলম, নাগপুর সহ নেপালের জনকপুরের সীতার জন্মস্থান ও রাম জানকি মন্দির পরিদর্শন করতে পারা যাবে এই প্যাকেজের মধ্যেই। মোট ১৮ দিনের সফর রয়েছে।

Advertisements

এই প্যাকেজে যে সকল যাত্রীরা ভ্রমণ করবেন তাদের দুটি চমৎকার ডাইনিং রেস্তোরাঁ, একটি আধুনিক রান্নাঘর, কোচে শাওয়ার কিউবিকল, সেন্সর ভিত্তিক ওয়াশরুম ফাংশন, ফুট ম্যাসাজার ইত্যাদির সুবিধা দেওয়া হবে। পর্যটকরা দিল্লি, গাজিয়াবাদ, আলিগড়, টুন্ডলা, ইটাওয়া, কানপুর ও লখনউ রেলওয়ে স্টেশনে চড়তে অথবা নামতে পারবেন।

এই প্যাকেজের জন্য পর্যটকদের খরচ করতে হবে ২ এসি-র জন্য জনপ্রতি ১,১৪,০৬৫ টাকা ও ১ এসি ক্লাস কেবিনের জন্য ১,৪৬,৫৪৫ টাকা, ১ এসি কুপের জন্য ১,৬৮,৯৫০ টাকা। প্যাকেজের মধ্যেই রয়েছে এসি হোটেল, সব ভেজ খাবার, এসি গাড়িতে সমস্ত জায়গায় ভ্রমণ ও দর্শণীয় স্থান ও ভ্রমণবীমা।

Advertisements