সুশান্তের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত ১৪ই জুন রবিবার ‘কাই পো চে’ অভিনেতা সুশান্ত সিং রাজপুত পৃথিবী থেকে নিজেকে তুলে নেওয়ার পর শোরগোল পড়ে যায় বলিউডে। প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তোলেন বলিউডেরই একাংশ। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। আর এবার এই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে মুখ খুললেন ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার।

Advertisements

Advertisements

সুশান্তের চলে যাওয়ার পর সুতপা শিকদার তাঁর ফেসবুক হ্যান্ডেল তাঁর মতামত নিয়ে একটি পোস্ট করেছেন। আর নিজের মতামত পোষণ করতে গিয়ে তিনি জানান, সুশান্ত সিং রাজপুতের এই ঘটনা নিয়ে সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মতামত পোষণ করছেন। আর এই মতামত পোষণ করা বন্ধ হওয়া দরকার। এর পাশাপাশি তিনি আরও কতগুলি বিষয়বস্তু তুলে ধরেছেন তাঁর ফেসবুক পোস্টে।

Advertisements

তিনি লিখেছেন, “আমি একটা পোস্ট আপডেট করেছিলাম। সেটা দেখার পর আমার অনেক বন্ধু জানায় ডাক্তার কোন তথ্য ফাঁস করে নি। তারপরেই ওই পোস্টটি আমি মুছে দি। ব্যক্তিগত ভাবে আমি ওই ডাক্তারের কাছে ক্ষমাপ্রার্থী। কিন্তু ডাক্তারের অবশ্যই উচিত যে সাংবাদিক ওই তথ্য ফাঁস করেছে তাঁর বিরুদ্ধে কেস করা। আমি অবাক হয়ে যাচ্ছি নেটিজেনরা এর বিরুদ্ধে কেন মুখ খুলছেনা? এটা শুধুমাত্র রাজপুত সিং এর ব্যাপার না। এটা দেখিয়ে দেয় আমরা কতখানি ক্যালাস হতে পারি এইসব খবর পাওয়ার জন্য।”

এরপরেই ওই লেখনিতেই রেহাকে (রিয়া চক্রবর্তী) নিয়ে তিনি লিখেছেন, “খবরের প্রবন্ধে মেয়েটির উল্লেখে আমার মন স্তম্ভিত হয়ে গেছে। কল্পনা করুন কতজন রেহাকে নিয়ে এখন ট্রোলড করছে। আমরা জানিনা সত্যিকারে ওই দুইজনের ভিতরে কি ঘটেছিল। এটা যন্ত্রণাদায়ক স্যোশাল মিডিয়ায় এই প্রবন্ধ পড়ে কোটি কোটি মানুষ নৈতিক বিচার শুরু করে দিয়েছে। যে কেউ এখন ঘুম থেকে উঠে বিশারদ হয়ে উঠছে ব্যক্তিগত সম্পর্ক বিষয়ে। ওদের ওই কঠিন সময়ে প্রার্থনা করুন। শুকুনের মতো ওদের খবর খেতে ছুটে আসবেন না। ভালো কিছু শেয়ার করুন।
মনে রাখবেন অন্যের দুঃখজনক ঘটনার বিরুদ্ধে লড়তে গিয়ে আপনিও হিংস্র হয়ে উঠতে পারেন। যা আদতে সত্য ঘটনা কি ঘটেছিল তা থেকে দূরে সরিয়ে দেবে।”

এছাড়াও তিনি লেখেন, “আমি অনেক বেশি যন্ত্রণা পাচ্ছি সুশান্ত রাজপুতের মৃত্যুতে একদলের ভন্ড সমবেদনায়। আমরা সঠিক শ্রদ্ধা জানাতে ভুলছি এই ঘটনায়। এই দুঃখজনক ঘটনা আমাদের আরও সচেতন করে তুলতে পারে। যে এই প্রবন্ধ আমাকে পাঠিয়েছে সে কতটা দায়িত্বহীন হতে পারে সেটাই ভাবছি। সংবাদপত্র আর কত নীচে নামবে? সাংবাদিক কি লিখিত অনুমতি নিয়েছে চিকিৎসারত ব্যক্তির কাছে এই বিষয়ে? সাময়িক এতে লাভ হবে কিন্তু নিজের পেশাদার জগতে সাংবাদিক তাঁর মূল্য ও মর্যাদা হারাবে। এমনি কি চিকিৎসা দফতরের উচিত যারা এই প্রবন্ধ সেয়ার করছে তাদের ব্যান করা।”

এদিকে সুশান্ত সিং রাজপুতের এমন ঘটনায় শেষ ১০ দিনে যে সকল বন্ধুবান্ধব বা যারা যোগাযোগ করেছিলেন তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এছাড়াও বলিউডের পাঁচ প্রযোজনা সংস্থাকেও নোটিশ পাঠিয়েছে পুলিশ। আবার বনশালি, করণ জোহর ও এক্তা কাপুরের বিরুদ্ধে আইনজীবী সুধীরকুমার ওঝা বিহারের মুজাফফরপুর আদালতে মামলা দায়ের করেছেন।

Advertisements