Credit Card UPI Link: ক্রেডিট কার্ডের নিরাপত্তা বেড়ে যাবে দ্বিগুণ! শুধু UPI অ্যাপের সঙ্গে করতে হবে এই কাজ

Is it safe to link UPI with credit card at all: বর্তমানে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। দেশ যেন দিনে দিনে ডিজিটাল হয়ে উঠছে। সাম্প্রতিক কালে বহু নিয়মের পরিবর্তন দেখা গেছে এদেশে এবং এই পরিবর্তনগুলো হয়েছে পুরোপুরি মানুষের সুবিধার জন্য। ক্রেডিট কার্ড এর ব্যবহার আগের থেকে অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় সব মানুষের কাছেই এক বা তার বেশি ক্রেডিট কার্ড  থেকে থাকে। আসলে ক্রেডিট কার্ড ব্যবহার করার ফলে অনলাইন কেনাকাটা ছাড়াও বেশ কিছু ক্ষেত্রে মানুষ বহু অফার লাভ করছে এবং সাথে সাথে UPI ব্যবহার বেড়ে গেছে অনেকটাই। তবে ক্রেডিট কার্ডের সঙ্গে ইউপিআই লিংক করা আদৌ কি নিরাপদ?

UPI এর মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। ক্রেডিট কার্ডের সঙ্গে ইউবিআই লিংক করার সুযোগও মানুষ পেয়ে গেছে এখন। সাধারণ মানুষের আর্থিক লেনদেনের সুবিধার জন্যই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কিন্তু মানুষের এই সম্পর্কে ধারণা এখনও স্পষ্ট নয়। আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জেনে নিতে হবে ইউপিআই ক্রেডিট কার্ডের সঙ্গে লিংক করলে আপনি কি কি সুবিধা পেতে পারেন (Credit Card UPI Link)?

আপনি যদি সুরক্ষিতভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন তাহলে এটি যথেষ্টই নিরাপদ এবং এর সাথে UPI যোগ করলে (Credit Card UPI Link) এর নিরাপত্তা আরো দ্বিগুণ বেড়ে যায়। তাই নিরাপত্তার দিক থেকে দেখতে গেলে আপনি ক্রেডিট কার্ডের সঙ্গে UPI লিঙ্ক করতে পারেন সহজেই। আপনি যেমন নিরাপদ ভাবে লেনদেন করতে পারবেন, তেমনি আপনার ক্রেডিট কার্ডটিও নিরাপত্তা লাভ করবে।

বর্তমান সময়ে UPI লেনদেন করা অনেক সহজ। UPI এর সঙ্গে ক্রেডিট কার্ড লিঙ্ক করলে (Credit Card UPI Link) আপনি অফলাইন এবং অনলাইন লেনদেন করতে পারবেন। এই পদ্ধতির দ্বারা অনেকটাই সুবিধা পাওয়া যায়। জামাকাপড় কেনা থেকে শুরু করে মুদির দোকানের জিনিসপত্র সবই আপনি এভাবে কিনতে পারবেন। তাই আপনি নিশ্চিন্তে লিঙ্ক করতে পারবেন।

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো বহু ক্রেডিট কার্ডে অনলাইনে কেনাকাটা করার সময় ক্যাশব্যাক সিস্টেম এবং বিভিন্ন রিওয়ার্ড দেওয়া হয়, সেটি গ্রাহকদের আকৃষ্ট করে। সেখানে আপনি ইচ্ছে করলেই UPI এবং ক্রেডিট কার্ড দুটোর সুবিধাই নিতে পারেন।