PUC Certificate for EV: EV গাড়িতেও কী PUC সার্টিফিকেট দরকার! না ভাবলে ভুল ভাবছেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Is a PUC certificate required to drive an EV: বর্তমানে আমাদের দেশে পেট্রোল ডিজেলের ক্রমাগত মূল্য বৃদ্ধির কারণে এবং সেই সঙ্গে জ্বালানির কারণে সৃষ্টি হওয়া পরিবেশ দূষণ থেকে প্রকৃতিকে রক্ষা করতে অনেকেই বৈদ্যুতিক যানবাহনের উপর গুরুত্ব দিচ্ছেন। বর্তমানে ইলেকট্রিক স্কুটার এবং গাড়ি কিনছেন বহু মানুষ। সরকারের তরফ থেকেও সবুজ জ্বালানি যুক্ত যানবাহনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। তবে অনেকেই জানেন না এই জাতীয় গাড়ির ক্ষেত্রে PUC সার্টিফিকেটের (PUC Certificate for EV) প্রয়োজন হয় কিনা। জেনে নিন এই সম্পর্কিত সঠিক নিয়ম।

Advertisements

PUC বা পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট (PUC Certificate for EV) প্রতিটি গাড়ির ক্ষেত্রেই প্রদান করা হয়। মূলত পরিবেশ দূষণকে রোধ করতে সরকার দ্বারা একটি নির্দিষ্ট দূষণ স্তর নির্ধারণ করা হয়। প্রতিটি গাড়ি কে সেই স্তরের নিচে দূষণ মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হয়। এই সংক্রান্ত বিষয় নিয়েই একটি বিশেষ সার্টিফিকেট দেওয়া হয় তাদের। এই সার্টিফিকেটের নাম পিইউসি বা পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট। তবে মাথায় রাখা প্রয়োজন ব্যাটারি গাড়ি গুলি পরিবেশ বান্ধব হওয়ার কারণে জ্বালানি চালিত গাড়ির মতো এই গাড়িতে PUC সম্পর্কিত কোনো নিয়ম এখনো পর্যন্ত জারি করা হয়নি।

Advertisements

তবে বৈদ্যুতিক যানবাহন চালাতে গেলে এই সার্টিফিকেট তৈরি করে রাখা বাধ্যতামূলক। এই সার্টিফিকেট সঙ্গে থাকলে গাড়ি সংক্রান্ত বিভিন্ন ধরনের ঝামেলা সহজেই এড়ানো যায়। এছাড়াও বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে কি কি জিনিস অবশ্যই প্রয়োজন হয় দেখে নিন।

Advertisements

আরও পড়ুন ? Ather Energy Scooter: পুরো পরিবারকে নিয়ে এবার ছুটবে স্কুটার! আসছে XXXL সাইজের ই-স্কুটার

১) প্রত্যেক বৈদ্যুতিক গাড়ির নম্বর প্লেট RTO দ্বারা স্বীকৃত হতে হয় এবং সঠিক রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই থাকতে হয়।

২) বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে আরটিও এর অনুমোদন ছাড়া গাড়িটিকে কোনো ভাবে মডিফিকেশন করা যায় না।

৩) ব্যাটারি চালিত যে কোনো গাড়ির ক্ষেত্রে অবশ্যই অটোমোটিভ রিসার্চ এসোসিয়েশন অফ ইন্ডিয়া বা অন্য কোন এজেন্সি থেকে সেই গাড়ির ব্যাটারিটিকে সার্টিফাইড হতে হয়। এ সমস্ত নথিপত্র থাকলে গাড়ি বীমা পেতেও অনেক সুবিধা হয়।

৪) বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চার্জিং স্টেশন। তবে চার্জিং স্টেশন সংক্রান্ত এখনো কোনো নিয়ম গাড়ি চালকদের জন্য জারি করা হয়নি। গাড়ির এমিশন স্ট্যান্ডার্ড নিয়েও এখনো পর্যন্ত বিশেষ কিছু বলা হয়নি।

Advertisements