Baba Venga: মিলে গেছে বাবা ভাঙ্গার সব ভবিষ্যদ্বাণী! তাহলে কী ২০২৩-এর মাঝেই ভয়ানক বিপর্যয়

What is the future of the world as per Baba Venga’s mantic: সোশ্যাল মিডিয়ার দৌলতে বাবা ভাঙ্গার (Baba Venga) এর নাম কমবেশি সবাই শুনেছে। বছরের শুরুতেই তিনি গোটা বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছেন, তা রীতিমতো আলোড়ন তুলে দিয়েছিল গোটা পৃথিবীতে। আশ্চর্যের বিষয় তার একটি ভবিষ্যৎবাণীও ব্যর্থ হয়নি। তিনি যেসব ভবিষ্যৎবাণী করেছেন তা বছরের মাঝে থেকেই ফলতে শুরু করেছে। এখন যেসব ঘটনা ঘটবে তা শুধুমাত্রই অপেক্ষা। ভূমিকম্পের ভয়াবহতা থেকে শুরু করে ভয়ানক সৌরঝর সবরকম অভিজ্ঞতাই মানুষের এখনো তাজা। বিশ্বের আবোড়-তাবোড় ভবিষ্যৎবিদদের মধ্যে বাবা ভাঙ্গার নাম অন্যতম। নস্ট্রাডামাসের পর তার নামই সবার প্রথমে মনে আসে। তার ভবিষ্যৎ বাণী পৃথিবীর বুকে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল, কারণ তার করা একটি ভবিষ্যৎ বাণীও এখনো পর্যন্ত মিথ্যে হয়নি।

আপনারা কি জানেন বাবা ভাঙ্গার আসল নাম কি? তার পুরো নাম হল ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুশতারোভা। এই রহস্যময়ী মহিলা তার সারাটা জীবন কাটিয়েছেন বুলগেরিয়ার কোজুহ পর্বতের রুপিটে এলাকাতে। তার জন্ম হয়েছিল ১৯১১ সালে। তিনি মাত্র ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তিনি ১৯৯৬ সালে ৮৬ বছর বয়সে মারা যান। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, মৃত্যুর আগে বাবা ভাঙ্গা ৫০৭৯ সাল পর্যন্ত সারা বিশ্ব সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। জানলে অবাক হবেন প্রতিবছরই বাবা ভাঙ্গার (Baba Venga) করা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হচ্ছে। এমনকি এই রহস্যময়ী মহিলা ২০২৩ সালে যে ভবিষ্যৎবাণী করে গেছেন তাও একের পর এক সত্য হতে চলেছে। চলতি বছর শুরু হয়ে চার মাস অতিক্রম হয়ে গেছে, এখন চলছে ২০২৩ সালের মে মাস। তিনি এখনো পর্যন্ত যে কটা ভবিষ্যৎবাণী করেছেন তা সত্য প্রমাণিত হয়েছে। এই সালের জন্য তিনি তিনটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করে গেছেন।

বাবা ভাঙ্গার (Baba Venga) তিনটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হলো, অসময়ের বৃষ্টি, তুরস্কের ভূমিকম্প এবং সৌর ঝর। বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে ভারতবর্ষে প্রচুর পরিমাণে অমরসুমি বৃষ্টিপাত ঘটবে। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে মরুভূমিতে পর্যন্ত বৃষ্টিপাত দেখা দেবে, যা বন্যার রূপ নিতে পারে। এ বছর ভারতে এপ্রিল মাস ও মে মাসে প্রায় বৃষ্টিপাত ঘটেছে, যার ফলে তাপপ্রবাহ থাকলে গরমের প্রভাব অনেকটা কমে গেছে। এইভাবে ভারতে দেখা গেছে অমরসুমি বৃষ্টি। উত্তর ভারতের বিভিন্ন রাজ্যেও অমরসুমি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যা আসলে বন্যার আকার ধারণ করেছিল। বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী কিভাবে সত্যি হলো তাতে মানুষও বিস্মিত হয়ে গেছে।

এ ছাড়া বাবা ভাঙা ভবিষ্যৎবাণী করেছিলেন যে, ২০২৩ সালে তুরস্কে আসবে বিধ্বংসী ভূমিকম্প। তার এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গেছে। বছরের শুরুতেই ঘটে যায় সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্প। যার ফলে ৫০ থেকে ৫০ হাজার মানুষের প্রাণ চলে গেছে।

বাবা ভাঙ্গা তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি করেছিলেন সেটি হলো সৌরঝড়। ২০২৩ সালে আসতে চলেছে সৌর ঝড় বা সৌর সুনামি। এই ভবিষ্যৎবাণীও সত্য প্রমাণিত হয়ে গেছে। সম্প্রতি বিজ্ঞানীরা পৃথিবীর থেকেও ২০ গুন বড় সূর্যের একটি গর্ত আবিষ্কার করেছে। এই গর্ত থেকে নির্গত রশ্মি প্রভাব ফেলবে ভারতে।