Is there a Bank Holiday or is it closed on Shivratri: আগামী ৮ই মার্চ গোটা দেশ জুড়ে পালন করা হবে মহাশিবরাত্রি। বিশেষ বিশেষ দিনে ব্যাঙ্ক হলিডে (Bank Holiday) থাকে। কিন্তু আসন্ন শিবরাত্রিতে অর্থাৎ আগামী শুক্রবার খোলা নাকি বন্ধ থাকবে ব্যাঙ্ক? এই নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে বিস্তারিতভাবে জানতে গেলে আজকের প্রতিবেদনটি আপনাকে অবশ্যই পড়তে হবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী প্রতিমাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছাড়া অন্যান্য শনিবারগুলি ব্যাংক এর যাবতীয় কাজকর্ম চালু থাকে। ওই দিনগুলি কোনোভাবেই ছুটি (Bank Holiday) হিসাবে গণ্য করা হয়না। যদি কোনো একটি মাসে পঞ্চম শনিবার থাকে সেই দিনেও ব্যাঙ্কিং কার্যক্রম যথারীতি পরিচালিত হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও অন্যান্য জাতীয় ব্যাঙ্কগুলিতে এই দিন খোলা থাকবে।
আরেকটি বিষয় সম্পর্কে সবারই জেনে রাখা দরকার অনলাইন ব্যাঙ্কিং এর ক্ষেত্রে যে দিনগুলিতে ব্যাঙ্কের বিভিন্ন ব্রাঞ্চ সীমিত সময়ের জন্য খোলা বা বন্ধ থাকে, সেই বিশেষ দিনগুলিতেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ২৪ ঘণ্টা এবং ৭ দিনই অ্যাক্সেসযোগ্য থাকে। তবে গ্রাহকদের ব্যাঙ্কের সময়সূচি বা ছুটির দিন বিচার করে যে কোনও সময় মানি ট্রান্সফার পরিচালনা করার সুবিধা প্রদান করা হয়ে থাকে। কিন্তু গ্রাহকদের এই বছরের মার্চ মাসের ছুটি (Bank Holiday) সম্পর্কে জানতে হবে বিস্তারিতভাবে।
নির্দিষ্ট ছুটির দিন ছাড়া বাকি দিনগুলিতে গ্রাহকরা সমস্ত পরিষেবা পাবে, এমনকি আর্থিক লেনদেনের ক্ষেত্রেও কোনো অসুবিধা হবেনা। অনলাইন মাধ্যমেও তারা সবরকমের কাজ করতে পারবে। তাহলে আসুন দেরি না করে আমরা এই বছরের মার্চ মাসের ছুটির তালিকা (Bank Holiday) দেখে নিই –
আরও পড়ুন ? BSNL 4G Service: এই শহরে BSNL 4G চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা! পৌছে গেছে BTS
জাতীয় ছুটির দিন: ১ মার্চ: চাপচার কুট (মিজোরাম) ৮ মার্চ: মহাশিবরাত্রি (ত্রিপুরা, মিজোরাম, তামিলনাড়ু, সিকিম, অসম, মণিপুর, ইটানগর, রাজস্থান, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি, গোয়া, বিহার, মেঘালয় বাদে অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল) ২৫ মার্চ: হোলি (কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, মণিপুর, কেরল, নাগাল্যান্ড, বিহার, শ্রীনগর বাদে অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল) ২৯ মার্চ : গুড ফ্রাইডে (ত্রিপুরা, অসম, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ বাদে অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল)
রাজ্য সরকার কর্তৃক ঘোষিত ছুটি:২২ মার্চ: বিহার দিবস (বিহার) ২৬ মার্চ: ইয়াওসাং (দ্বিতীয় দিন)/হোলি (ওড়িশা, মণিপুর, বিহার) ২৭ মার্চ: হোলি (বিহার)। পাশাপাশি যে দিনগুলিতে নিয়মিত ব্যাঙ্ক বন্ধ থাকবে সেগুলি হলো : ৯ মার্চ: দ্বিতীয় শনিবার, ২৩ মার্চ: চতুর্থ শনিবার ৩, ১০, ১৭, ২৪, ৩১ মার্চ: রবিবার যদিও এই তালিকাটি আঞ্চলিক পরিবর্তন অনুসারে পরিবর্তিত হতে পারে।