Shoe ISI Mark: জুতো কিনতে গেলেও থাকতে হবে এই একটি মার্ক, আগস্ট থেকে আসছে নতুন নিয়ম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জুতো তো আমরা প্রত্যেকেই পরে থাকি। জুতো (Shoe) কেনার ক্ষেত্রে দেশের বহু মানুষ রয়েছেন যারা ব্রান্ডেড জিনিসটিকে সবসময় খেয়ালে রাখেন, আবার অনেকেই রয়েছেন যারা এসবকে তোয়াক্কা করেন না। আর অনেকেই রয়েছেন যারা আর্থিক অনটনের কারণে এসব কিছু না দেখে পায়ের নিচে কেবল কিছু দিয়ে অর্থাৎ যে কোন কোম্পানির জুতো, চটি পরে কাটিয়ে দেন। কিন্তু এবার এইসব চলবে না।

Advertisements

ইলেকট্রনিক্স জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সিলিন্ডার ইত্যাদির গুণগত মান ঠিক আছে কিনা তা বলে দেওয়ার জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্থাৎ বিআইএস মার্ক থাকে। এই ব্যবস্থার মধ্য দিয়ে কোন চিহ্ন অথবা নম্বরের ভিত্তিতে ওই জিনিসের গুণগত মান সম্পর্কে গ্রাহকরা জানতে পারে। ঠিক এইরকমই নিয়ম জারি হতে চলেছে জুতোর ক্ষেত্রেও।

Advertisements

আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, জলের বোতলের গায়ে আইএসআই মার্ক থাকে। একইভাবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে হেলমেট ইত্যাদি বিভিন্ন জিনিসের উপরও আইএসআই মার্ক থাকতে দেখা যায়। এমনকি এই মার্ক না থাকলে কোন কোন ক্ষেত্রে সেটি আইনবিরুদ্ধ হয়ে থাকে। যেমন হেলমেটে যদি আইএসআই মার্ক না থাকে তাহলে সেই হেলমেট পরলেও বাইক চালক এবং আরোহীদের জরিমানা দিতে হয়। সেই রকমই এবার জুতোতেও থাকতে হবে আইএসআই মার্ক (Shoe ISI Mark)।

Advertisements

আরও পড়ুন ? Viral Video of Cobbler: মুচি মানেই মূর্খ নয়, জুতো সেলাই করেও এই ব্যক্তির ইংরেজি দেখে থ রাশিয়ান যুবতী

বিআইএস-এর সিনিয়র ডিরেক্টর অনিন্দ্য চক্রবর্তী জানিয়েছেন, কোনো কোনো পণ্য রয়েছে যেগুলিতে আইএসআই মার্ক থাকা বাধ্যতামূলক। দেশে এই ধরনের ৭০০-র বেশি পণ্য রয়েছে যেগুলিতে আইএসআই মার্ক থাকতেই হয়। এবার এই বাধ্যবাধকতামূলক আইএসআই মার্কের তালিকায় নাম উঠতে চলেছে জুতোর। আইএসআই মার্ক থাকার মধ্য দিয়ে এবার জুতোরও গুণগত মান তুলে ধরা হবে।

যে সকল পণ্যতে আইএসআই মার্ক রয়েছে সেই সকল পণ্যের কোয়ালিটি পরীক্ষা করার জন্য বিআইএস একটি অ্যাপ এনেছে। যে অ্যাপটির নাম হলো বিআইএস কেয়ার। গুগল প্লে স্টোর সহ বিভিন্ন প্লে স্টোরে এই অ্যাপ পাওয়া যায়। যে অ্যাপের মধ্য দিয়ে আইএসআই মার্ক রয়েছে এমন পণ্যের গুণগত মান দেখে নেওয়া যাবে। অনুগত মান নিয়ে যদি কোন অভিযোগ থাকে তাহলে ওই অ্যাপের মাধ্যমেই সহজে অভিযোগ জানানো যাবে। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে আরও বেশ কিছু পরিষেবা পেতে পারেন গ্রাহকরা।

Advertisements