Lok Sabha Opinion Poll WB: ০ থেকে ৩! লোকসভায় জিততে পারেন বাংলার বামেদের এই ৩ প্রার্থী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এক সময় বাংলার শাসক দল হিসেবে থাকা বামফ্রন্ট এখন শূন্যতে নেমে গিয়েছে। বিধানসভা হোক অথবা লোকসভা, কোন নির্বাচনেই তাদের কোন প্রার্থী জয়লাভ করতে পারছেন না। ২০২৪ এর লোকসভা নির্বাচন নিয়েও একাধিক সমীক্ষাকারী সংস্থা ফের তারা শূন্যতে থাকবে এমনটাই মনে করছে। তবে এসবের মধ্যেই বামেদের মুখে হাসি ফোটালো একটি সমীক্ষা (Lok Sabha Opinion Poll WB)।

Advertisements

যেখানে সংস্থা বারবার মনে করছে, বামেরা ২০২৪ এর লোকসভা নির্বাচনেও বাংলায় খাতা খুলতে পারবে না সেই জায়গায় কয়েকজন অধ্যাপকের তরফ থেকে করা সমীক্ষায় জানানো হচ্ছে, এবার অন্ততপক্ষে বামেরা বাংলায় তিনটি আসনে জয়লাভ করতে পারে। যে সকল অধ্যাপকরা এমন সমীক্ষা চালিয়েছেন তারা ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক।

Advertisements

এখন প্রশ্ন হল, যেখানে একাধিক সমীক্ষা দাবি করছে এবারও লোকসভা নির্বাচনে বামেরা একটিও আসল জয়লাভ করতে পারবে না সেই জায়গায় ওই অধ্যাপকরা কোন কোন কেন্দ্রের প্রার্থীদের শিকেয় জয় ফিরবে বলে মনে করছেন। এই উত্তর জানার আগে যে জরুরী বিষয়টি জানা দরকার সেটি হল, ওই সকল অধ্যাপকরা একটি সংস্থা তৈরি করে রাজ্যের ছয়টি লোকসভা কেন্দ্রের উপর তিন মাস ধরে সমীক্ষা চালিয়েছেন। তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, প্রতিটি লোকসভা কেন্দ্রে যে সকল বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সকল কেন্দ্রের মানুষদের সঙ্গে ধরে ধরে কথা বলে এমনটা তারা জানতে পেরেছেন।

Advertisements

আরও পড়ুন ? Mamata Banerjee on BJP: ৩ প্ল্যানেই জিতে যাবে বিজেপি! আশঙ্কায় মমতা

ওই সংস্থার তরফ থেকে রাজ্যের যে তিনটি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট জয় লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে সেই তিনটি কেন্দ্র হল শ্রীরামপুর, দমদম এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। এছাড়াও যাদবপুর, কলকাতা দক্ষিণ ও হাওড়া লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট যথেষ্ট ভাবে ভোট পাবে এবং লড়াইয়ে থাকবে বলেও দাবি করা হয়েছে। মূলত তাদের তরফ থেকে এই ছয়টি লোকসভা কেন্দ্রেই সমীক্ষা চালানো হয়েছে।

এমন সমীক্ষা চালানোর জন্য তারা দমদম লোকসভা কেন্দ্রের ৬১৭ জনের সঙ্গে কথা বলেছিলেন। যেখানে পুরুষ ও মহিলা মিলে অধিকাংশরাই বামফ্রন্টকে চেয়েছেন। অন্যদিকে কলকাতা দক্ষিণ কেন্দ্রের ১১৪৯ জনের সঙ্গে তারা কথা বলে এমনটা জানতে পেরেছেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ৬২৩ জনের সঙ্গে তারা কথা বলে জানতে পেরেছেন সেখানে বাম প্রার্থী জয়লাভ করতে পারেন।

Advertisements