ISKCON is building a temple of Lord Krishna at Brindaban costing crores: পর্যটন ক্ষেত্রে নজির গড়তে চলেছে ভারত। আবারও ভারতের মুকুটে জুড়তে চলেছে এক নয়া পালক। উত্তরপ্রদেশের বৃন্দাবনে তৈরি হবে বৃন্দাবন হেরিটেজ টাওয়ার। মধ্য গগনে তৈরি হবে ৭০ তলা গগনচুম্বী মন্দির (Brindaban ISKCON Temple)। ইতিমধ্যেই মন্দির তৈরীর বিষয়ে পরিকল্পনা সম্পন্ন হয়েছে। যা ভারতের অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত হবে। শুধু তাই না, পর্যটন ক্ষেত্রে এই বিশেষ কর্ম যেমন দেশীয় পর্যটন ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাবে তেমনি এই মন্দিরের সহায়তায় আর্থিক দিক উন্নত হবে স্থানীয়দের।
হঠাৎ এমন পরিকল্পনা কেন? এই বিষয়ে ইসকন ব্যাঙ্গালোরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চঞ্চলপতি দাসা জানিয়েছেন, পর্যটন দুনিয়ার মোড় ঘুরাতে এবং সামাজিক উন্নয়ন বৃদ্ধির জন্য এই মন্দির তৈরির পরিকল্পনা করেন ইসকন কর্মকর্তারা। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য তুলে ধরে বলেন, কোনো বিদেশী ব্যক্তি যখন ভারত ভ্রমণে আসেন তারা ভারতের আধ্যাত্মিকতার খোঁজ করেন। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশীদের ভারতীয় ঐতিহ্য সম্পর্কে জানার জন্য আগ্রহ বাড়াতে বিভিন্ন ঐতিহ্যগত উন্নয়নের কথা বলেছেন। যা আমেরিকান ও অন্যান্য দেশের মানুষদের ভারত ভ্রমণে আগ্রহ বাড়াবে।
ফলস্বরূপ, প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে ইসকন কর্মকর্তারা ঠিক করেছেন ৭০ তলা উঁচু গগনচুম্বী মন্দির (Brindaban ISKCON Temple) তৈরি করার। অর্থাৎ ধর্মীয় এবং আধ্যাত্মিক পরিকাঠামো তৈরি করার। যে স্থানগুলি বিদেশীদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাবে এবং সেই বিষয়ে তাদেরকে বোঝানো যাবে। যার ফলে দেখা এবং জানার প্রতি আগ্রহ বাড়বে বিদেশীদের। পাশাপাশি ভ্রমণকারী ব্যক্তিদের মনে পৌঁছে যাবে শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণ প্রেমে মত্ত হবেন তারা। শুধু বিদেশীরা নয়, বৃন্দাবনে এই মন্দির নির্মিত হলে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি এবং সাংস্কৃতিক আদান-প্রদান ঘটবে। কৃষ্ণ অঞ্চলে আর্থিক উন্নতি ঘটবে। মিলবে স্থানীয়দের একাধিক সুযোগ-সুবিধা।
আরও পড়ুন ? Ranked in UPSC: ৫ বার ব্যর্থ হয়েও দম ছাড়েন নি! UPSC ক্র্যাক করেই দেখিয়েছেন বাংলার পারমিতা
মন্দিরটি কিভাবে নির্মিত হবে? কি কি সুবিধা মিলবে? এ বিষয়ে দাসা জানিয়েছেন, অষ্টভুজাকৃতির কাঠামো দ্বারা নির্মিত হবে বৃন্দাবন হেরিটেজ টাওয়ার। যে মন্দির দ্বারা উত্তর, দক্ষিণ, পূর্ব পশ্চিম চারটি দিক পরিবেষ্টিত থাকবে। আর তার ঠিক মাঝখানে তৈরি হবে ৭০ তলা গগনচুম্বী মন্দির। যে মন্দিরে থাকার আরামদায়ক সুবিদা মিলবে। এছাড়াও মিলবে মাল্টি লেভেল পার্কিং সহ ৩০০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। দিন প্রতি ২ লাখ ভক্ত এবং পুজো-অনুষ্ঠানে বেশি ভক্ত সংখ্যা সামাল দেওয়ার ব্যবস্থা থাকবে।
কত ব্যয় হবে এই মন্দির তৈরিতে? দাসার কথায়, ভবিষ্যতে ৭০ তলা ২১০ মিটার চওড়া এই গগনচুম্বী মন্দির (Brindaban ISKCON Temple) তৈরিতে খরচ হবে প্রায় ৬৬৮ কোটি টাকা। যা বিদেশী মুদ্রায় ৮০ মিলিয়ন ডলার। মূলত বৃন্দাবনে পর্যটক সংখ্যা বাড়ানোর জন্যই এই ধরনের পরিকল্পনা ইসকন কর্মকর্তাদের। তাদের অনুমান বর্তমানে বৃন্দাবনে প্রায় ২০ মিলিয়ন ভক্তের সমাগম ঘটে। যা আগামী ১০ বছরের মধ্যে ৫ গুণ বৃদ্ধি পেয়ে ১০০ মিলিয়নে পৌঁছে যেতে পারে। আর সেই ভক্তদের সামাল দিতেই নয়া পরিকল্পনা ইসকন কর্মকর্তাদের।