নিজস্ব প্রতিবেদন : ভারতের মহাকাশ গবেষণাগার ইসরোর তরফ থেকে আগেই জানানো হয়েছিল ২৩ অক্টোবর তারা বিশ্বের সামনে রেকর্ড গড়তে চলেছে। নির্ধারিত সেই সূচি অনুযায়ী গোটা বিশ্বকে তাক লাগিয়ে ইতিহাস গড়লো ভারত। ভারতের এই ইতিহাস তৈরী তাকিয়ে তাকিয়ে দেখল গোটা বিশ্ব।
রবিবার ভারতের মহাকাশ গবেষণাগারের তরফ থেকে মহাকাশে পাঠানো হলো সবচেয়ে ভারী রকেট। শনিবার মধ্যরাতেই এই রকেট উৎক্ষেপণ করা হয় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। ৩৬ টি উপগ্রহ নিয়ে এদিন এই রকেট পাড়ি দিয়েছে মহাকাশে। এই উৎক্ষেপণ সফল বলে জানানো হয়েছে ইসরোর তরফ থেকে।
ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, “LVM3-M2/OneWeb India-1 মহাকাশযানটিরসফলভাবে উৎক্ষেপণ হয়েছে। লো আর্থ অরবিটে প্রতিস্থাপিতও হয়ে গিয়েছে সেটি। ৫ হাজার ৭৯৬ কেজির পে লোডের এই সফল উৎক্ষেপণটি ভারতের মহাকাশ গবেষণায় এক নয়া ইতিহাস রচনা করল।” দিওয়ালির আগে এই ইতিহাস তৈরি করার পাশাপাশি ইসরোর বিজ্ঞানীদের মধ্যে সাফল্যের উচ্ছ্বাস দেখা যায়।
#WATCH | ISRO launches LVM3-M2/OneWeb India-1 Mission from Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota
(Source: ISRO) pic.twitter.com/eBcqKrsCXn
— ANI (@ANI) October 22, 2022
সবচেয়ে ভারী এই রকেট উৎক্ষেপণ করা হয়েছে ইসরোর বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড এবং ব্রিটেনের লো আর্থ অরবিট স্যাটেলাইট টেলিকমিউনিকেশন সংস্থা OneWeb এর সঙ্গে চুক্তি করে। সবচেয়ে ভারী রকেট উৎক্ষেপণ করার জন্য ইসরোর তরফ থেকে তৈরি করা হয়েছিল ভিউয়িং গ্যালারি।
LVM3 M2/OneWeb India-1 mission is completed successfully. All the 36 satellites have been placed into intended orbits. @NSIL_India @OneWeb
— ISRO (@isro) October 22, 2022
এযাবৎ ভারী রকেট উৎক্ষেপণ করার জন্য ইসরোকে পশ্চিমী দেশগুলির উপর নির্ভর হতে হতো। তবে নিজেকে আত্মনির্ভর করার পরিকল্পনা গ্রহণ করে শেষ পর্যন্ত এমন ভারী রকেট উৎক্ষেপণ করতে সক্ষম হল তারা। এর ফলে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ধীরে ধীরে পশ্চিমী দেশগুলিকেও টেক্কা দিতে শুরু করেছে ভারত তা নিয়ে কোন সন্দেহ নেই।