চন্দ্রযান অতীত! এবার সূর্য দখলে নামবে ভারত, কবে কখন? জেনে নিন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চাঁদ জয় করতে নেমে ভারত বিশ্বের সামনে ইতিহাস তৈরি করেছে। চন্দ্রযান ৩ (Chandrayaan 3) সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার পর ভারতই প্রথম দেশ হিসাবে এমন রেকর্ড তৈরি করল। এর আগে একাধিকবার আমেরিকা, রাশিয়া, চীনের মতো দেশ চাঁদে তাদের মহাকাশযান অবতরণ করাতে সক্ষম হলেও কেউ দক্ষিণ মেরুর দিকে তাকিয়ে দেখে নি। সেটাই ভারত নিজেদের প্রথম সফল সফট ল্যান্ডিংয়ে করে দেখালো।

Advertisements

আসলে চাঁদের দক্ষিণ মেরু খুবই চ্যালেঞ্জিং এলাকা বলেই জানা যাচ্ছে মহাকাশ গবেষকদের থেকে। এখানকার প্রকৃতি থেকে শুরু করে আবহাওয়া সবকিছুই যেকোনো মহাকাশ গবেষণা সংস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। তবে এই সকল চ্যালেঞ্জের মোকাবিলা করেই ভারত আজ বিশ্বের সামনে নতুন নজির তৈরি করতে সক্ষম হয়েছে। আর এমনটা সক্ষম হয়েছে ইসরোর (ISRO) বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফল হিসাবে।

Advertisements

তবে চন্দ্রযান এখন অতীত হতে চলেছে ভারতবাসী এবং ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরোর কাছে। কারণ ভারতের গর্বের এই মহাকাশ গবেষণাগার এখন নতুন নতুন মিশন নিয়ে নামতে চলেছে। আর সেই নতুন মিশনের লক্ষ্য হিসাবে এবার সামনে আসছে সূর্য অভিযান। সূর্যের বিভিন্ন বিষয় খতিয়ে দেখার জন্য ইসরো এবার নতুন যে মিশন শুরু করতে চলেছে তার নাম হলো আদিত্য এল১ (Aditya L1)। প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পর সূর্যের বিভিন্ন বিষয় খতিয়ে দেখার জন্য এই মিশনের কাজ প্রায় শেষের দিকে।

Advertisements

ইসরোর নতুন মিশন আদিত্য এল১ মূলত সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি থেকে শুরু করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে। ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নিলেশ এম দেশাই জানিয়েছেন, ইতিমধ্যেই নতুন মিশনের জন্য আদিত্য এল১ তৈরি করা হয়ে গিয়েছে। এই মিশনের জন্য শেষ পর্যায়ের কাজ চলছে। ইসরোর নতুন এই মহাকাশযান সূর্যের উদ্দেশ্যে রওনা দেবে এবং সূর্য সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি তথ্য সংগ্রহ করবে।

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটার স্পেস সেন্টার থেকে পিএসএলভি রকেটের মাধ্যমেই উৎক্ষেপণ করা হবে আদিত্য এল১। উৎক্ষেপণের পর অন্তত ১২৭ দিন ধরে সূর্যের কক্ষপথের দিকে এগিয়ে যাবে মহাকাশযানটি। এই সময়ের মধ্যে ১৫ লক্ষ কিলোমিটার রাস্তা পাড়ি দেবে আদিত্য এল১। তারপর সেটি পৌঁছে যাবে সূর্যের উপবৃত্তাকার কক্ষপথে। সেখান থেকেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে আদিত্য এল১।

Advertisements