নিজস্ব প্রতিবেদন : গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ হয় চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। এই সফল উৎক্ষেপণের পর ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে উৎক্ষেপণ করে ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। ল্যান্ডার বিক্রম অবতরণ করার পর রোভার প্রজ্ঞান (Rover Pragyan) নিজের কাজ শুরু করে দিয়েছে এবং একের পর এক তথ্য ইসরোকে (ISRO) পাঠাচ্ছে।
ইসরোর এমন সফলতায় ভারত এখন বিশ্বের প্রথম দেশ হয়ে দাঁড়িয়েছে যারা চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান অবতরণ করেছে। তবে মনে রাখতে হবে এমন সাফল্য এমনি এমনি এসে যায়নি। এর জন্য ইসরোর বিজ্ঞানীদের রাত দিন এক করে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ইসরোর যে সকল বিজ্ঞানীদের এইভাবে কঠোর পরিশ্রম করতে হয়েছে সেই সকল বিজ্ঞানীদেরই একজনকে মাঝ রাস্তায় অপমানিত হতে হল, হেনস্তার শিকার হতে হলো।
দেশের যে সকল বিজ্ঞানীদের জন্য ভারত আজ বিশ্বের দরবারে এমন ভাবে নাম তুলতে সক্ষম হল সেই বিজ্ঞানীদের মাঝ রাস্তায় এইভাবে হেনস্তার শিকার হওয়া সত্যিই প্রতিটি ভারতীয়র কাছে লজ্জাজনক। এর পাশাপাশি এই সকল ঘটনা চোখে চোখ বুলিয়ে দেখিয়ে দেয় মানুষ এখনো কত অজ্ঞ। ইসরোর এক বিজ্ঞানীকে এইভাবে হেনস্তার শিকার হতে হয় যখন তিনি অফিসের দিকে যাচ্ছিলেন।
মাঝ রাস্তায় এইভাবে হেনস্তা হওয়ার ঘটনাটি ঘটেছে ইসরোর বিজ্ঞানী আশিস লাম্বার উপর। তিনি নিজের বাড়ি থেকে গাড়ি চড়ে ইসরোর দপ্তরের দিকে যাচ্ছিলেন। সেই সময় এক স্কুটি আরোহী তাকে হেনস্তা করেন। এমনকি স্কুটি থেকে নেমে ওই স্কুটি চালক ইসরোর ওই বিজ্ঞানীর গাড়িতে দুবার লাথি মারেন। এই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয় ওই বিজ্ঞানীর গাড়িতে থাকা ক্যামেরায়। যাতে দেখা যাচ্ছে ঘটনাটি ঘটেছে ২৯ আগস্ট সকাল ৯:০২ মিনিটে।
@blrcitytraffic @CPBlr @BlrCityPolice Yesterday during going to ISRO office,Near to newly constructed HAL underpass, a person on scooty (KA03KM8826) without helmet was driving recklessly and coming in front of our car suddenly and so We had to apply sudden brake. pic.twitter.com/xwDyEy2peA
— Aashish Lamba (@lambashish) August 30, 2023
জানা যাচ্ছে, ঘটনার দিন যখন ইসরোর ওই বিজ্ঞানী আশিস লাম্বা ইসরোর দপ্তরের দিকে যাচ্ছিলেন তখন বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড (এইচএএল)-র নবনির্মিত ভবনের সামনে এমন ঘটনাটি ঘটে। ঘটনার সময় বিনা হেলমেটে থাকা একজন স্কুটি চালক তার গাড়ির সামনে আসেন। সঙ্গে সঙ্গে ওই বিজ্ঞানী তার গাড়ি থামিয়ে দিতে বাধ্য হন। এরপরই অকথ্য গালিগালাজের পাশাপাশি গাড়িতে লাথি মারা হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর পুলিশের তরফ থেকে অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।