নিজস্ব প্রতিবেদন : সারা বিশ্বকে তাক লাগিয়ে ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো আবারও নিজেদের ক্ষমতা দেখাতে চলেছে। ইসরো মূলত পশ্চিমী দেশগুলির উপর ভরসা কমিয়ে এমন তাক লাগাতে চলেছে। ২৩ অক্টোবর এমন পদক্ষেপ তারা নিতে চলেছে যার দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।
ইসরো একাধিকবার মহাকাশ অভিযানে পারি এবং স্যাটেলাইট লঞ্চ করে থাকলেও এ যাবত সেই সকল স্যাটেলাইট ছিল হালকা। ভারী স্যাটেলাইট লঞ্চ করার ক্ষেত্রে ইসরোকে ভরসা করতে হতো পশ্চিমী দেশগুলির উপর। এবার সেই ভরসা ত্যাগ করে ভারী বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ করবে তারা। সবচেয়ে ভারী বাণিজ্যিক রকেট GSLV Mk3 উৎক্ষেপণ করে ইতিহাস গড়বে ইসরো।
ইসরোর তরফ থেকে আগামী ২৩ অক্টোবর সকাল ৭ টার সময় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি OneWeb-এর ৩৬ টি স্যাটেলাইট লঞ্চ করবে। নবনির্মিত GSLV Mk3 রকেট লঞ্চের মধ্য দিয়ে সারা বিশ্বের ভারি স্যাটেলাইট লঞ্চের দরজা খুলে যাবে। এই রকেট লঞ্চ করার জন্য এখন শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ইসরোর তরফ থেকে তাদের বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড এবং UK ভিত্তিক লো আর্থ অরবিট স্যাটেলাইট টেলিকমিনিকেশন সংস্থা OneWeb এর সঙ্গে চুক্তি করে এই উৎক্ষেপণ করা হবে। এই উৎক্ষেপণ দেখার জন্য সুদৃশ্য ভিউয়িং গ্যালারি তৈরি করা হয়েছে। এর আগেও ইসরোর তরফ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণের পরিপ্রেক্ষিতে রেকর্ড করা হয়েছিল। সেবার একসঙ্গে ১০৭ টি স্যাটেলাইট পাঠিয়েছিল তারা।
তবে এর আগে কখনো ইসরোর তরফ থেকে এত ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়নি। ইসরোর তরফ থেকে এই যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তার দিকে তাকিয়ে যেমন গোটা বিশ্ব ঠিক তেমনি তাকিয়ে দেশের প্রতিটি মানুষ। দেশের প্রতিটি মানুষ ইতিহাস গড়ার অপেক্ষায়।