Advertisements

Kailash Manas Sarovar: সহজ হচ্ছে মানস সরোবর যাত্রা! মোদির ব্যবস্থাপনায় নিমেষে ভারত থেকেই যাওয়া যাবে কৈলাশ

Prosun Kanti Das

Published on:

It is now easier for Indians to visit Manas Sarovar: কথিত আছে দেবাদিদেব মহাদেব বাস করেন কৈলাস পর্বতে। ভক্তরা প্রত্যেক বছর পুণ্য অর্জনের জন্য যাত্রা করেন কৈলাস মানস সরোবরের (Kailash Manas Sarovar) উদ্দেশ্যে। এদেশে থেকে সরাসরি কৈলাস মানস সরোবর যাওয়ার রাস্তা এতদিন ছিল না, তাই ভক্তদের চিন অধিকৃত তিব্বতের মধ্য দিয়ে সেই স্থানের উদ্দেশ্যে যাত্রা করতে হয়েছে। এই যাত্রা অতিরিক্ত ব্যয়বহুল হওয়ার কারণে ইচ্ছা থাকলেও বহু যাত্রীর কৈলাস মানস সরোবর যাওয়া হয়ে ওঠে না। পাশাপাশি করোনা পরবর্তীকালের পরিস্থিতির কথা মাথায় রেখে চিন কৈলাস মানস সরোবর দর্শন বন্ধ করে দেয়, যা এখনও পর্যন্ত চালু হয়নি।

Advertisements

তাই দুর্গম অঞ্চল হওয়ায় যাতায়াতের অসুবিধার কথা মাথায় রেখেও, শারীরিক এবং মানসিক দিক থেকে প্রস্তুত থাকলেও, অনেকেই এখন কৈলাস যাত্রা করতে পারেন না। তবে এখন থেকে ভক্তদের আর কৈলাস যাবার জন্য অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। ভারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে কৈলাস মানস সরোবর (Kailash Manas sarovar) যাবার রাস্তা। শুনলে হয়তো আপনার অবাক লাগছে। কিন্তু মোদি সরকারের উদ্যোগে এই অসম্ভব কাজটি সম্ভব হতে চলেছে। ভারত-চিন সীমান্ত দিয়ে তৈরি হচ্ছে কৈলাস মানস সরোবর পৌঁছনোর রাস্তা।

Advertisements

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে, উত্তরাখণ্ডের পিথোরাগঢ় জেলার নাভিদাং এলাকার মধ্য দিয়ে তৈরি হচ্ছে কৈলাস মানস সরোবর (Kailash Manas sarovar) যাওয়ার রাস্তা। ভারত-চীন সীমান্তে এই রাস্তা তৈরি করার উদ্যোগ নিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন (BRO)। শিব ভক্তদের জন্য এটি সত্যি একটি সুখবর। প্রতি বছর ভক্তরা অপেক্ষা করে থাকে কৈলাস মানস সরোবরে যাওয়ার জন্য। এবার থেকে তাদের আর অন্য দেশের মধ্য দিয়ে যেতে হবে না। নিজের দেশের মধ্য দিয়ে তারা এই যাত্রা সম্পন্ন করতে পারবে।

Advertisements

BRO-র তরফ থেকে জানানো হয়েছে যে, কৈলাস যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে পিথোরাগঢ় জেলার নাভিদাং এলাকার KMVN হাট থেকে ভারত-চীন সীমান্তে লিপুলেখ পাস দিয়ে। লিপুলেখ পাস দিয়ে সরাসরি যাত্রীরা পৌঁছে যেতে পারবে মাউন্ট কৈলাসে। রাস্তাটির দৈর্ঘ্য হতে চলেছে প্রায় সাড়ে ৬ কিলোমিটার। দীর্ঘ এই রাস্তা তৈরির কাজ চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশাবাদী BRO। ভবিষ্যতে কৈলাস মানস সরোবরে (Kailash Manas sarovar) যাওয়া আরো সহজ হয়ে গেল পর্যটকদের জন্য।

কি বলেছেন BRO-র ডায়মন্ড প্রজেক্টের মুখ্য ইঞ্জিনিয়ার বিমল গোস্বামী? তার মতে, নাভিদাংয়ের KMVN হাট থেকে লিপুলেখ পাস পর্যন্ত রাস্তা তৈরির কাজ এরমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। জানেন রাস্তাটির নাম কি রাখা হয়েছে? জনগণের আকর্ষণের জন্য এবং গন্তব্যের কথা চিন্তা করে ‘কৈলাস ভিউ পয়েন্ট’ নাম রাখা হবে বলে জানিয়েছেন। ভারত সরকারের অন্যতম হীরক প্রজেক্টের অধীনেই কৈলাস ভিউ পয়েন্ট তৈরির কাজ শুরু হয়েছে। এর মধ্যে শুরু হয়ে গেছে, রাস্তা কাটিং এর কাজটিও। বিমল গোস্বামী জানিয়েছেন যে, যদি আবহাওয়া সঠিক থাকে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই রাস্তা তৈরির কাজটি সম্পূর্ণ হয়ে যাবে।

Advertisements