Electric Bill Reduce: ইলেকট্রিক খরচ দামি হলেও মিলবে ছাড়! শুধু মেনে চলতে হবে এইসব পদ্ধতি

Prosun Kanti Das

Published on:

Advertisements

It is possible to reduce your Electric Bill by following these methods: বর্তমান সময়ে দৈনন্দিন জীবনে বেঁচে থাকার অন্যতম এক অপরিহার্য অঙ্গ হলো বিদ্যুৎ। যেটা ছাড়া সাম্প্রতিক সময়ে বেঁচে থাকা খুবই কষ্টের। যেকোনো কাজেই বিদ্যুতের জুড়িমেলা ভার। কারণ বর্তমানে সমস্ত অফিসিয়াল কাজকর্মই হয় অনলাইনে। এছাড়াও গরমের সময় প্রতি বাড়িতেই এসি, ফ্যান, ফ্রিজ এগুলোর ব্যবহার তো রয়েছেই। ফলে মাস শেষে বিদ্যুৎ বিল আসে বেশ অনেকটাই। তবে বেশ কিছু পদ্ধতি রয়েছে যা মানলে প্রতি মাস বা তিন মাস অন্তর বিদ্যুৎ বিলের খরচ অনেকটাই কমবে (Electric Bill Reduce)। আজকের এই প্রবন্ধে সেই বিশেষ দিকগুলিকে তুলে ধরা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

মূলত প্রতি মাস অথবা তিন মাস অন্তর বিদ্যুৎ বিল আসে। অর্থাৎ কোনো কোনো জায়গায় প্রতিমাসে ইলেকট্রিক বিল দিতে হয় অথবা তিন মাসের ইলেকট্রিক বিল দিতে হয়। যা হিসেব হয় ইউনিট অনুযায়ী। ফলেই যে পরিমাণ ইউনিট খরচ হয় সেই ভিত্তিতেই বিলের হিসেব করা হয়। বেশি পরিমাণ ইউনিট খরচ হলে বিলের অঙ্কটা বেশ মোটা টাকার হয়ে যায়। যে কারণে মানুষ বিলের ইউনিটের দিকে নজর না দিয়ে বিলের অঙ্কের দিকে নজর দেন। বিদ্যুৎ বিলের খরচ কমাতে (Electric Bill Reduce) হলে অবশ্যই ইউনিটের দিকে নজর দিতে হবে। যা প্রত্যেক ইলেকট্রিক বিলেই মোটা টাকা সহ সেই ইউনিট খরচ লেখা থাকে।

Advertisements

ইলেকট্রিক বিল কম করতে হলে ইউনিটের দিকে নজর দিতে হবে। অর্থাৎ মিটার রিডিংয়ে দেখতে হবে কত ইউনিট বিদ্যুৎ পড়ছে। কারণ একটি নির্দিষ্ট মাত্রার ইউনিট যখন মাত্রা পার হয় তখনই বিদ্যুতের বিলটা অনেকটা হয়ে যায়। তাই এক্ষেত্রে করণীয় যেটা তা হল বিদ্যুৎ বিলের ইউনিটের হিসেবটা সঠিকভাবে জানা। কোন বোর্ডে কত ইউনিট বিদ্যুৎ পুড়ছে সেই দিকে নজর রাখা। সেই হিসেবে যদি সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে এক্ষেত্রে বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে।

Advertisements

আরও পড়ুন ? Electricity Bill WBSEDCL: আজ না হলেও কাল! বাড়ছে বিদ্যুৎ খরচ, কত টাকা বেশি খসবে, দেখে নিন হিসেব-নিকেশ

এছাড়াও ইউনিট অনুযায়ী মোটা টাকার বিদ্যুৎ বিল এলে সেখান থেকে অনেকটা পরিমাণ বিদ্যুৎ বিল সাশ্রয় করা যায়। পাওয়া যায় বিশেষ ছাড়। এর জন্য নজর দিতে হবে বিদ্যুৎ বিল জমা দেওয়ার তারিখের ওপর। কারণ বিদ্যুৎ বিল জমা দেওয়ার একটি নির্দিষ্ট তারিখ থাকে। সেই তারিখের আগে বিদ্যুৎ বিল জমা দিলে ইলেকট্রিক বিলের উপর বিশেষ ছাড় পাওয়া যায়।

ইলেকট্রিক বিল অনলাইনে পেমেন্ট করলেও পাওয়া যাবে ক্যাশব্যাক। কম হয় ইলেকট্রিক বিলের পরিমাণ। বর্তমানে অনলাইন সুযোগ-সুবিধায় ইলেকট্রিক বিল অনলাইনে জমা দেওয়া যায়। এর জন্য একাধিক সংস্থা রয়েছে যেখানে ইলেকট্রিক বিল পরিশোধ করলে ক্যাশব্যাক, রিওয়ার্ড, কুপন ইত্যাদি দেওয়া হয়। যার ফলে ইলেকট্রিক বিলের খরচ অনেকটাই সাশ্রয় হয় (Electric Bill Reduce)। তবে এক্ষেত্রে বুঝে শুনে সঠিক লিঙ্কে ক্লিক করতে হবে। তা না হলেই প্রতারণা শিকার হতে পারেন।

Advertisements