আরও সহজ হচ্ছে উত্তরবঙ্গ ভ্রমণ! এবার যানজট এড়িয়ে সড়কপথে পৌঁছান পাহাড়

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় উত্তরবঙ্গের (Uttar Banga) বিভিন্ন জায়গায় পর্যটকদের ঘুরতে যেতে দেখা যায়। ঘুরতে যাওয়া ছাড়াও অন্যান্য বিভিন্ন কাজের ক্ষেত্রেও উত্তরবঙ্গ যাতায়াত করে থাকেন বহু নাগরিক। আবার একইভাবে উত্তরবঙ্গের বাসিন্দাদেরও দক্ষিণবঙ্গে (South Bengal) আসতে হয়। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে পাড়ি দিতে হয় কয়েকশো কিলোমিটার রাস্তা।

যাতায়াতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ট্রেনের উপর নির্ভর করলেও সড়ক পথের উপর নির্ভর করেও বহু মানুষকে এই দুই বঙ্গে পাড়ি দিতে দেখা যায়। এক্ষেত্রে এবার সেই সকল মানুষদের জন্য সুখবর যারা সড়ক পথে যাতায়াত করে থাকেন। সড়কপথে এবার আগের তুলনায় অনেক কম সময়ে যাতে গন্তব্যে পৌঁছানো যায় তার জন্য তৈরি করা হচ্ছে বহরমপুর বাইপাস (Berhampore Bypass)। এই বাইপাস তৈরীর কাজ শেষ হয়ে গিয়েছে, এটি পাকাপাকিভাবে এখন উদ্বোধনের অপেক্ষায়।

পাকাপাকিভাবে উদ্বোধনের আগে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই বাইপাস খুলে দেওয়া হয়। তবে ফের ১৩ সেপ্টেম্বর থেকে তা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর পুজোর আগে এই বাইপাসটির পাকাপাকিভাবে উদ্বোধন করা হবে। দুর্গাপুজোর আগেই এই বাইপাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনই জানা যাচ্ছে। তিনি এই বাইপাসের উদ্বোধন ভার্চুয়ালি করতে পারেন বলেই খবর।

যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে এবং বহরমপুর শহরকে যানজট মুক্ত করার জন্য গত ১০ বছর ধরে এই বাইপাস নির্মাণের কাজ চলছিল। বেলডাঙা থানার অন্তর্গত সারগাছি থেকে বহরমপুর হয়ে বলরামপুরে ১২ নম্বর বাইপাস রাস্তা ভাগীরথী নদীর উপর ৪ লেন দুটি ব্রিজের উপর দিয়ে মিশেছে মেহেদিপুরে। এই বাইপাস তৈরির ক্ষেত্রে প্রথম সমস্যা হয়েছিল জমি জট এবং পরবর্তী সমস্যা ছিল ব্রিজের নকশায় গলদ। তবে সব সমস্যা মিটিয়ে এখন এই বাইপাস নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে।

বাইপাস নির্মাণের কাজ সম্পূর্ণ হলেও এখনো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে ডবল লেনের একটি ব্রিজের কাজ। এই কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরই এই বাইপাস পাকাপাকি ভাবে খুলে দেওয়া হবে। এই বাইপাসটির উদ্বোধন হয়ে গেলে একদিকে যেমন বহরমপুরের বাসিন্দারা যানজট থেকে মুক্তি পাবেন ঠিক সেই রকমই আবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যাতায়াতের ক্ষেত্রে শহরের ভিতর দিয়ে ঢুকে সময় নষ্ট করতে হবে না বা যানজটে পড়তে হবে না।