আহত মহিলাকে হাসপাতাল পৌঁছাতে স্ট্রেচার কাঁধে ১৫ ঘন্টা হাঁটলেন ITBP জওয়ানরা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগস্ট মাসের ২৩ তারিখ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যে ভিডিওটিতে দেখা যায় ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের জওয়ানরা স্ট্রেচারে করে এক আহত মহিলাকে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে নিয়ে যাচ্ছেন। আর এই ভিডিও দেখে ITBP জওয়ানদের এমন কাজকে কুর্নিশ জানিয়েছেন সোশ্যাল নাগরিকরা।

Advertisements

ITBP এই জওয়ানরা প্রবল বৃষ্টিপাত এবং খারাপ আবহাওয়ার মধ্যে আহত ওই মহিলাকে হাসপাতালে পৌঁছতে স্ট্রেচারে চাপিয়ে কাঁধে করে ১৫ ঘণ্টা হেঁটেছেন বলে জানা গিয়েছে। আর এই ১৫ ঘণ্টায় এই জাওয়ানদের ধসপ্রবণ, পিছল, দুর্গম রাস্তায় পাড়ি দিতে হয়েছে ৪০ কিলোমিটার রাস্তা। পাহাড়ি পথে ৪০ কিলোমিটার হাঁটার পর তারা পৌঁছান বড় রাস্তায় এবং ওই মহিলাকে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় জাওয়ানদের এই অদম্য চেষ্টায়।

Advertisements

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম লাপসায় এক মহিলার পড়ে গিয়ে পা ভেঙে যায়। ঘটনাটি ঘটে গত ২০ তারিখ। তারপর থেকেই ওই মহিলা প্রবল যন্ত্রণায় বাড়ির মধ্যেই কাতরাচ্ছিলেন। খবর পেয়ে ITBP-র তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বন্দোবস্ত করেন। ওই মহিলাকে হাসপাতালে পৌঁছানোর জন্য প্রথমে চপার আনার ব্যবস্থা হয়েছিল। কিন্তু চপার আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় প্রতিকূল আবহাওয়া। চপার নামতে না পারায় অবশেষে ওই মহিলাকে হাসপাতালে পৌঁছানোর জন্য ITBP জাওয়ানরা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়।

Advertisements

এই উদ্ধার কাজে এগিয়ে আসেন ITBP র ১৪ নম্বর ব্যাটালিয়নের ২৫ জন জওয়ান। প্রথমে তারা সীমান্ত এলাকার আউটপোস্ট থেকে ২২ কিলোমিটার হেঁটে ওই মহিলার বাড়িতে পৌঁছান। তারপর ওই মহিলাকে স্ট্রেচারে তুলে হাসপাতালে পৌঁছানোর উদ্দেশ্যে বড় রাস্তার দিকে রওনা দেন। আর এরপর উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকার সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে ৪০ কিলোমিটার দূরে বড় রাস্তায় পৌঁছে ওই মহিলাকে হাসপাতালে পৌঁছতে সাহায্য করেন।

Advertisements