খামখেয়ালি আবহাওয়াতেও ২২,২২২ ফুট শৃঙ্গ জয় করে নজির ভারতীয় জওয়ানদের

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : খামখেয়ালী আবহাওয়া, কখনো রোদ আবার কখনো বৃষ্টি। আর এরই মাঝে ২২,২২২ ফুট শৃঙ্গ জয় করে নজির গড়লেন ITBP পর্বতারোহীরা। আর শৃঙ্গ জয় করার পরেই উড়লো ভারতের পতাকা, জয়ধ্বনিতে মুখরিত হলো শৃঙ্গ। জওয়ানদের মুখ থেকে ফুটে উঠল ‘ভারত মাতা কি জয়’ জয়ধ্বনি।

Advertisements

Advertisements

ITBP জাওয়ারা সম্প্রতি সমস্ত রকম প্রতিকূলতাকে দূর করে জয় করেছেন হিমাচল প্রদেশ ও তিব্বতের সীমান্ত এলাকায় অবস্থিত লিও পারগিল শিখর। ২২,২২২ উচ্চতা এই শৃঙ্গের। উচ্চতার পাশাপাশি হিমাচল প্রদেশের এই শৃঙ্গে যাওয়াটা খুবই কঠিন। কারণ এখানকার খামখেয়ালি আবহাওয়া, কখনো রোদ কখনো আবার বৃষ্টির কারণে প্রতিকূলতা আরও বেড়ে যায়। অনেকেই বর্তমান প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখে অভিযান স্থগিত রাখার কথা বলেছিলেন। কিন্তু এই জওয়ানরা সমস্ত রকম সর্তকতা অবলম্বন করে অবশেষে নিজেদের জয় হাসিল করলো।

Advertisements

জয় হাসিলের জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি চলছিল। এরপর সমস্ত রকম বাধা-বিপত্তিকে হারাতে বিপুল সর্তকতা অবলম্বন করা হয়। আর এই বিপুল সর্তকতা এবং কঠোর নিয়ম এই ITBP পর্বতারোহীদের হাতের মুঠোয় এনে দেয় শৃঙ্গ জয়ের হাতছানি। মোট ১৬ জন সদস্য এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। আর অভিযানের কর্মসূচি মতোই ১২ জন সদস্য শৃঙ্গে পৌঁছে যান। ৩১ শে আগস্ট শৃঙ্গে পৌঁছে তারা নজির সৃষ্টি করেন।

ITBP-র পর্বতারোহীদের ১৬ সদস্যের এই দল কিছুদিন আগে জিরো পয়েন্ট থেকে লিও পারগিল শিখরের দিকে রওনা দেন। এই পর্বতারোহী দলের নেতৃত্ব দেন ডেপুটি কমান্ডান্ট কুলদীপ সিং। এছাড়াও নেতৃত্বে ছিলেন ডেপুটি কমাডান্ট ধর্মেন্দ্র, প্রদীপ নেগি। প্রদীপ নেগি এর আগে দু’বার বিশ্বের সবথেকে উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে পৌঁছেছিলেন। আর এই সকল নেতৃত্ত্বের সফলতা অবশেষে জয় হাসিল। আর সেই জয়ের ভিডিও সামনে এনেছে সংবাদ সংস্থা এএনআই।

Advertisements