বাবুল হেনস্থার দেবাঞ্জনের ছিঁড়লো জামা, আক্রান্ত বর্ধমানে

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এভিবিপির একটি অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম সমর্থক পড়ুয়ারা। বিক্ষোভের সময় দেবাঞ্জন বল্লভ চট্টোপাধ্যায় নামে এক ছাত্র সরাসরি বাবুল সুপ্রিয়কে নিগৃহীত করেন বলে অভিযোগ। মাস পেরোতে না পেরোতেই সেই অভিযুক্ত ছাত্র দেবাঞ্জন আক্রান্ত বলে দেবাঞ্জনের অভিযোগ।

দেবাঞ্জনের অভিযোগ অনুযায়ী বুধবার বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডের কাছে বিজেপি সমর্থকদের হাতে আক্রান্ত হন তিনি। সঙ্গে ছিলেন তার বান্ধবীও। ঘটনার পর রাতেই দেবাঞ্জন বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

দেবাঞ্জনের অভিযোগ, “কলকাতা যাওয়ার জন্য বুধবার সন্ধ্যায় বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডের বাসে উঠতেই অতর্কিতে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা। ব্যাপক চর, কিল, ঘুষি মারা হয়। এরপর একজন বিজেপি নেতা এসে বলে বাবুল সুপ্রিয়কে আক্রমণ করার জন্য তাকে ছাড়া হবে না।”

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয়কে হেনস্তার ঘটনায় দেবাঞ্জনের ক্যান্সার আক্রান্ত মা বাবুল সুপ্রিয়কে আর্জি জানিয়েছিলেন ছেলেকে ক্ষমা করে দেওয়ার জন্য। এই আর্জিতে ইতিবাচক সাড়াও দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। এমনকি বাবুল সুপ্রিয় দেবাঞ্জনের মাকে ‘মাসীমা’ বলে সম্বোধন করেছিলেন ও প্রণাম জানিয়ে ছিলেন। কিন্তু তারপরেও দেবাঞ্জন তার আন্দোলনে অনড় সে কথা প্রকাশ করেছিল তার ফেসবুক পোস্টে।