Digha Jagannath Mandir: মোদিকে টেক্কা! রাম মন্দিরের পরই এই দিন হবে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, ঘোষণা মমতার

The Jagannath temple at Digha will be inaugurated by Mamata Banerjee on april, 2024: অযোধ্যার রামমন্দির উদ্বোধন হওয়া নিয়ে গোটা দেশবাসীর মধ্যে উত্তেজনা তুঙ্গে। ২০২৪ সালের ২২ শে জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলেছে রাম মন্দির এবং যা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে নতুন মন্দির উদ্বোধনের কথা বললেন (Digha Jagannath Mandir) পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি এমন ঘোষণা করলেন তিনি যা অবাক করে দিল সকলকে? জানতে হলে আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে হবে।

আগামী বছর রথযাত্রার আগে অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Mandir)। ভক্তদের জন্য এ যেন এক অবিস্মরণীয় উপহার। রাজ্যের পর্যটন কেন্দ্র দীঘার গুরুত্ব এর ফলে অনেকটাই বৃদ্ধি পাবে। অনেকদিন ধরেই জল্পনা চলছিল আগামী বছরে তার উদঘাটন হবে জগন্নাথ মন্দিরের, শুক্রবার সেই কথাই পাকাপাকিভাবে ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, আগামী বছরই ভক্তদের জন্য প্রবেশদ্বার খুলে যাবে দীঘার জগন্নাথ মন্দিরের। পুরী জগন্নাথ মন্দিরের যে উচ্চতা সেই একই উচ্চতা রাখা হয়েছে এখানকার মন্দিরেও (Digha Jagannath Mandir)। আশা করি এই মন্দিরের সৌন্দর্য ভক্তবৃন্দদের হতাশ করবে না। ২০১৯ সালে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘা পরিদর্শনে গিয়ে ঘোষণা করেছিলেন যে, ওল্ড দীঘার জগন্নাথ ঘাটে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হবে জগন্নাথ মন্দির।

এই কাজের সমস্ত দায়িত্বভার দেওয়া হয় হিডকো সংস্থাকে। তা নিয়ে প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছিল ওল্ড দীঘার জগন্নাথ ঘাটের কাছে। পরবর্তীকালে অবশ্য এই জায়গা নিয়ে বনদপ্তর এর সঙ্গে সমস্যা সৃষ্টি হয়। যার ফলে মন্দির (Digha Jagannath Mandir) নির্মাণের কাজ স্থগিত হয়ে যায়। ফলস্বরূপ মন্দির নির্মাণের স্থান পরিবর্তন করতে বাধ্য হয় রাজ্য সরকার।

বর্তমানে মন্দিরটি নির্মাণ হচ্ছে নিউ দীঘার দীঘা লারিকা হলিডে ইনের পাশে। সেখানে ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব‌্যয় করে রাজ্য সরকার নির্মাণ করছে জগন্নাথ মন্দির। রথযাত্রার রুটও আগে ঠিক করে দিয়েছেন মুখ‌্যমন্ত্রী। রথযাত্রায় পুরীর মতো দীঘাতেও ভক্তরা জগন্নাথদেব দর্শন করতে পারবেন। নিউ দীঘা যাওয়ার পথে ঝাউবন পেরিয়ে সৈকতের দিকে এখন যেখানে জগন্নাথের ছোট মন্দির, তাকেই জগন্নাথের প্রতীকী মাসির বাড়ি বলে সিদ্ধান্ত হয়েছে।