‘আগে কাজ করুন, পরে প্রতিক্রিয়া দেবেন’, মুখ্যমন্ত্রীকে ফের খোঁচা রাজ্যপালের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় বুধবার রাজ্য পুলিশ লকডাউন সম্পূর্ণ সফল করতে ব্যর্থ বলে অভিযোগ তুলে রাজ্যে আধা সেনার দাবি করে একটি ট্যুইট করেন।এরপর বুধবার বিকালেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সেই ট্যুইটের জবাব দিতে গিয়ে নাম না করেই বলেন, “অনেকেই প্যারা মিলিটারি ফোর্সের কথা বলছেন। কিন্তু এভাবে বললেই হল? প্যারা মিলিটারি ফোর্স কি করবে? আর্মি, ডাক্তারদেরও তো করোনা হচ্ছে। এই সময় ঘোলা জলে মাছ ধরা কি খুবই প্রয়োজন?” আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা বিঁধলেন রাজ্যপাল বৃহস্পতিবার।

Advertisements

Advertisements

বৃহস্পতিবার সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে ট্যুইট করে পরামর্শ দেন, বর্তমান সংকট কালে মুখ্যমন্ত্রীকে প্রতিক্রিয়া দেওয়ার বদলে গঠনমূলক কাজ করতে হবে, গঠনমূলক কাজের দিকে বিশেষ নজর দিতে হবে।

Advertisements

জগদীপ ধনকড় ট্যুইটে লেখেন, “এটা কঠিন সময়। এখন কাজ করুন, পরে প্রতিক্রিয়া দেবেন। এখন সমালোচনার সময় নেই। লকডাউন বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ভাবে পদক্ষেপ নেওয়ার সময়। দ্বিতীয় লকডাউন নির্দেশাবলী প্রযোজ্য হয়ে গেছে। সময় এসেছে ১০০% সফল করার।” আর রাজ্যপালের এমন প্রতিক্রিয়ার পর এই রাজনৈতিক মহলে নানান আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

পশ্চিমবঙ্গে রাজ্য ও রাজ্যপালের সম্পর্ক কোনদিনই সুনিবিড় ছিলনা। রাজ্যপাল এর আগেও একাধিকবার রাজ্যের বিভিন্ন কার্যকলাপ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু বর্তমান করোনা আবহে রাজ্য ও রাজ্যপালের এই খারাপ সম্পর্কের ইতি হবে বলে অনেকেই মনে করেছিলেন। কারণ প্রথম থেকে রাজ্যে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে রাজ্যপালের মুখ থেকে শোনা যাচ্ছিল প্রশংসার সুর। কিন্তু সময় গড়াতেই আবার সেই একই জায়গায়।

Advertisements