Jago Prakalpa: ৫০০-১০০০ অতীত, এবার এই প্রকল্পে আবেদন করলেই মিলবে ৫০০০

The state government launched a new scheme called Jago Prakalpa: জনগণকে সুবিধা দেবার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই নানা প্রকার প্রকল্প চালু করেছে এই রাজ্যে। বিভিন্ন প্রকল্প এরই মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প সত্যি মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু সব প্রকল্পকে জনপ্রিয়তার দিক থেকে টক্কর দিয়েছে এই প্রকল্প, নাম হলো জাগো প্রকল্প (Jago Prakalpa)।

লক্ষীর ভান্ডার যেমন মহিলাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, ঠিক সেরকমই এই প্রকল্পটিও (Jago Prokolpo) রাজ্যের মহিলাদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। এই প্রকল্পের দ্বারা রাজ্যের মহিলারা পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতে পারবেন। এই নতুন প্রকল্পটি অন্যান্য সব প্রকল্পের থেকে ছাপিয়ে গেছে জনপ্রিয়তার দিক থেকে। এই প্রতিবেদনটিতে আপনারা জানতে পাবেন এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত তথ্য।

দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকার সাধারণ জনগণের বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রদান ও সমস্যা সমাধানের চেষ্টা করে এসেছে। গত মাসে রাজ্য জুড়ে সম্পন্ন হয়েছে এই দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যের হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে যোগদান করেছে সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর সুযোগ সুবিধা নেওয়ার জন্য। এই কর্মসূচিতে সরকারের সমস্ত প্রকল্পগুলোর মধ্যে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথী প্রকল্প। শুধু পুরনো আবেদনই নয় নতুন করে আবার আবেদন করেছেন অনেকে এই প্রকল্প গুলোর জন্য।

আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট সুখবর দিল রাজ্য, এবার উপকৃত হবেন আরও বেশি মহিলারা

এই অবস্থায় সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে (Jago Prokolpo)। রাজ্য সরকার তার এই নতুন প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য বিভিন্ন রকম সুবিধা নিয়ে এসেছে। এই নতুন ধরনের প্রকল্পটি মহিলাদের প্রতি মাসে থেকে ৫০০০ টাকা। স্বাভাবিকভাবেই এই নতুন প্রকল্প মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

এই প্রসঙ্গে বলে যায় যে, এই প্রকল্পের মাধ্যমে যদি মহিলারা মাসিক পাঁচ হাজার টাকার আর্থিক অনুদান পেতে চান তাহলে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। এই রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা প্রচুর। তাই প্রকল্পটির মাধ্যমে সুবিধা পাওয়ার জন্য বহু তথ্য সামনে এসেছে। এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেতে অনুদানকারীকে অবশ্যই এই রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স ১৮ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হওয়া বাদে গোষ্ঠীটিকে এক বছরের পুরনো হতে হবে। তবে এর জন্য আগে ওই স্বনির্ভর গোষ্ঠীকে লোন নেওয়ার রেকর্ড দেখাতে হবে।