নিজস্ব প্রতিবেদন : লকডাউন জারি হওয়ার সময় থেকে বন্ধ ছিল হাওড়া রেল স্টেশনের ওল্ড কমপ্লেক্সের জন আহার কাউন্টার। এই জন আহার কাউন্টার পূর্ব রেল দ্বারা পরিচালিত। এখানে তুলনামূলক অনেক সস্তায় পেট ভরে খাবার পাওয়া যায়। দীর্ঘদিন ধরে এই কাউন্টার বন্ধ থাকার ফলে বহু রেলযাত্রীরাই অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। এবার এই কাউন্টার পুনরায় খুলে দেওয়া হল।
হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এই জন আহার কাউন্টার মঙ্গলবার পুনরায় খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য। মঙ্গলবার বিকেল বেলায় এই কাউন্টারের উদ্বোধন করলেন হাওড়া ডিভিশনের ডিআরএম মনিশ জৈন। ওল্ড কমপ্লেক্সের এই জন আহার কাউন্টারটি পুনরায় খুলে যাওয়ার ফলে বহু মানুষ উপকৃত হবেন এমনই আশা করা হচ্ছে।
এই বিষয়ে হাওড়া ডিভিশনের ডিআরএম মনীশ জৈন জানান, “হাওড়া স্টেশনে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। তাঁদের চাহিদার কথা মাথায় রেখে নানান ধরনের ব্যবস্থা করা হয়েছে। জন আহারে কম দামে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের খাবার পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাবে স্নাক্স।”
নতুন করে উদ্বোধন হওয়া জন আহার কাউন্টারে দুই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন মনিশ জৈন। এক্সিকিউটিভ প্যাসেঞ্জারদের জন্য এক ধরনের ব্যবস্থা থাকছে এবং আর এক ধরনের ব্যবস্থা থাকছে সাধারণ যাত্রীদের জন্য। ট্রেনের টিকিট অনুযায়ী খাবারের বন্দোবস্ত রয়েছে। এছাড়াও এখানে বসে খাওয়ার ব্যবস্থা থাকার পাশাপাশি ট্রেনে যাত্রা করার সময় পার্সেল করে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রয়েছে।
As a part of Eastern Railway’s continuous endeavour to ensure more & more passenger convenience, newly renovated Jan Ahaar outlet is re-opened at Howrah station Old Complex today (11.10.2022) in presence of Shri Manish Jain, Divisional Railway Manager, Howrah pic.twitter.com/kejiVCqhfz
— Eastern Railway (@EasternRailway) October 11, 2022
এখানে স্ন্যাক্স থেকে শুরু করে ভাত, সবজি, মাছ, মাংসও পাওয়া যাবে। এক্ষেত্রে অনেকেই যারা সকালবেলায় অফিসের জন্য বের হন তারা এখানে পেট ভরে খাওয়া দাওয়া করে অফিসে যেতে পারবেন। আবার যারা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন তারাও পেট পুরে খেয়ে নিজেদের সফর করতে পারবেন।