Jan Dhan Yojana: কেন্দ্রীয় সরকার জনগণের সুবিধার্থে বরাবর জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করে থাকে। তেমনই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরও বেশ কিছু যোজনা গ্রহন করেন। তারমধ্যে একটি হলো জনধন যোজনা। এই প্রকল্পের প্রায় ১০ বছর পূর্ণ হয়ে গেল এবং যথেষ্ট সাফল্য লক্ষ্য করা গেছে কেন্দ্রীয় সরকারের পরিচালিত এই প্রকল্পে। সরকারের পক্ষ থেকে প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়েছে সবার সামনে। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
অবশেষে জনধন যোজনার (Jan Dhan Yojana) ১০ বছর পূর্ণ হল। এক দশক পূর্তিতেই সরকারের এই প্রকল্পের সাফল্য সত্যি চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন দেশবাসীর সামনে। সোশ্যাল মিডিয়ার দ্বারা পোস্ট করে উপভোক্তাদেরও অভিনন্দন জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে মন্তব্য প্রকাশ করেন যে, আজ জনধনের ১০ বছর পূর্তি হল। এই প্রকল্পের উপভোক্তাদের অনেক অভিনন্দন। যেসব মানুষেরা এই প্রকল্পকে সাফল্যের শিখরে পৌঁছে নিয়ে যেতে সাহায্য করেছে অভিনন্দন এবং শুভেচ্ছা তাদেরকেও। এই প্রকল্পের (Jan Dhan Yojana) দ্বারা দেশের বহু মানুষ উপকৃত হয়েছে। জনধন যোজনা দেশের কোটি কোটি মানুষকে, বিশেষ করে মহিলা, যুব ও পিছিয়ে পড়া শ্রেণিকে আর্থিক সহায়তা এবং সম্মান প্রদান করেছে।
আরো পড়ুন: বেশি টাকা সুদ থেকে বিনামূল্যে দিচ্ছে ৮টি সুবিধা! প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট থাকলেই কেল্লাফতে
রিপোর্ট অনুযায়ী জানা যায় যে, প্রধানমন্ত্রী জনধন যোজনায় (Jan Dhan Yojana) উপভোক্তাদের সংখ্যা বর্তমানে ৫৩.১৩ কোটি। অর্থ মন্ত্রক যে তথ্য সামনে এনেছে তা অনুযায়ী, জনধন অ্যাকাউন্টে বর্তমানে জমা পড়েছে প্রায় ২ লক্ষ ৩১ হাজার ২৩৬ কোটি টাকা। আশ্চর্যজনকভাবে প্রায় ১৫ গুণ ডিপোজিট বেড়েছে জনধন অ্যাকাউন্টে।
কেন্দ্র সরকারের দেওয়া তথ্য অনুসারে, জনধন যোজনাতে মোট গ্রাহক সংখ্যা হল ৫৩ কোটি এবং অবাক করা কথা হল এর মধ্যে ৫৫.৬ শতাংশ জনধন অ্যাকাউন্ট হোল্ডারই মহিলা। ৫৩ কোটি গ্রাহকের মধ্যে ৬৬.৬ শতাংশ গ্রাহক গ্রাম ও শহরাঞ্চলের বাসিন্দা। কেন্দ্রীয় সরকারের এই সাফল্য সত্যিই প্রশংসনীয়। দেশের জনগণের স্বার্থে তারা যে সমস্ত প্রকল্প চালু করেছে তার মধ্যে এই প্রকল্পটি অনেকাংশের সাফল্য লাভ করেছে। সাধারণ মানুষ এই প্রকল্প থেকে অনেক সুবিধা লাভ করেছে।