Jawa 42 FJ 350: লঞ্চ হল নতুন জাওয়া ৪২ এফজে ৩৫০, চ্যালেঞ্জের মুখে রয়াল এনফিল্ড। জাওয়ার নতুন বাইক নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। এইবার সমস্ত আলোচনার অবসান ঘটিয়ে লঞ্চ হল জাওয়ার নতুন ক্রসার জাওয়া ৪২ এফজে ৩৫০। এই গাড়িটি রয়্যাল এনফিল্ডের একাধিক মডেলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বাইকটিতে কি কি বৈশিষ্ট্য আছে? কেন রয়্যাল এনফিল্ডকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে? বাইকটির দাম কত রাখা হয়েছে? যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের প্রতিবেদন থেকে।
মোটরসাইকেলের ক্ষেত্রে ভারতীয় ব্র্যান্ডের মধ্যে অন্যতম জাওয়া ইয়েজদি। এই ব্রান্ডের ৪২ মডেলটি আগে থেকেই অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি একটি নতুন ভ্যারিয়েন্ট লাঞ্চ করা হয়েছে এই একই মডেলের। নতুন ভেরিয়েন্টের নাম জাওয়া ৪২ এফজে ৩৫০ (Jawa 42 FJ 350)। ডিজাইনের দিক থেকে এই মডেলটি পুরনো মডেলের চেয়ে অনেক বেশি উন্নত। এই বাইকে হাইলাইট করা হয়েছে একটি স্বতন্ত্র টিয়ার ড্রপ ফুয়েল ট্যাঙ্ক। তাতে যাওয়ার ব্র্যান্ডিংও করা রয়েছে।
ডিজাইন ছাড়াও ইঞ্জিনের দিক থেকেও বাইকটি আগের চেয়ে অনেক বেশি উন্নত। বাইকটির দাম শুরু হচ্ছে ১.৯৯ লক্ষ টাকা থেকে। জাওয়া ৪২ এফজে ৩৫০ (Jawa 42 FJ 350) আগের থেকে অনেক বেশি আধুনিক। আকৃতি এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে এই নতুন মডেলটি। এই বাইকে ব্যবহার করা হয়েছে ৩৩৪ সিসির একটি ইঞ্জিন। যা এর আগের বাইকগুলিতে ব্যবহার করা হয়নি।
আরো পড়ুন: মোটর সাইকেল কেনার আগে হিরো মোটোকর্পের এই সেরা ৫টি বাইক না দেখলে মিস করবেন
জাওয়া ৪২ এফজে ৩৫০ (Jawa 42 FJ 350) এ সাইড প্যানেল এবং ফেন্ডারগুলি আগের বাইকের মতনই রয়েছে। কিন্তু সিট, হ্যান্ডেলবারকে নতুনভাবে ডিজাইন করা হয়েছে। যা আরো ফোকাস্ড টেকনোলজি প্রদান করে। অ্যালয় হুইল সিস্টেমটি একেবারে অন্যভাবে ডিজাইন করা হয়েছে বাইকটিতে। এছাড়া রয়েছে এলইডি হেডলাইট, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, স্লিপার ক্লাচ, ডুয়েল চ্যানেল এবিএস অ্যাসিস্ট ইত্যাদি ফিচারস। এগুলি আপনার রাই্ডিং এক্সপিরিয়েন্সকে আরো বেশি সুন্দর করে তুলতে সাহায্য করবে।
জাওয়া ৪২ এফজে ৩৫০ (Jawa 42 FJ 350) এ ব্যবহৃত ইঞ্জিনটি ২২ বিএইচপি এবং ২৮ এনএম টর্ক শক্তি উৎপাদন করতে সক্ষম। এটি ৬ স্পিড ট্রান্সমিশনের উপর নির্ভর করে কাজ করে। বাইকটি সুরক্ষাব্যবস্থার দিক থেকেও বেশ উন্নত। বাইকের দুপাশে লাগানো রয়েছে ডিস্ক ব্রেক। সব দিক থেকেই গাড়িটি সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে রয়্যাল এনফিল্ডকে। এই নিয়ে ইতিমধ্যে গাড়ি প্রেমীদের মধ্যে আলোচনার ঝড় উঠে গেছে। ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে বাইকের বুকিং প্রসেস। আপনি চাইলেই এখনই বুক করে ফেলতে পারেন আপনার পছন্দের গাড়িটি। খুব শীঘ্রই ডেলিভারির প্রসেসও চালু করা হবে সংস্থার পক্ষ থেকে।