সংকটের মাঝে স্বস্তির খবর, পশ্চিমবঙ্গের দুই জেলায় সবাই করোনামুক্ত

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে প্রতিনিয়ত করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে থাকা মানুষের জীবন তথা রাজ্য সরকারকে সংকটময় পরিস্থিতির মধ্যে ফেলেছে একথা অনস্বীকার্য। আবার এই সংকটময় মুহূর্তেই ধীরে ধীরে খুলতে শুরু করেছে ধর্মীয়স্থান, শপিংমল, দোকানপাট, হাট-বাজার। যে কারণে সংকটের মাঝে সংক্রমণের আশঙ্কার মধ্যেই জীবনযাপন করতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এই সংকটকালীন পরিস্থিতিতে রাজ্যের দুই জেলা দেখাচ্ছে আশার আলো। যে দুই জেলা করোনা সংক্রামিত হয়েও আজ তারা সংক্রমণমুক্ত।

Advertisements

Advertisements

রাজ্য স্বাস্থ্য ভবন ও রাজ্যের বাসিন্দাদের আশার আলো দেখানো এই দুই জেলা হল পুরুলিয়া ও ঝাড়গ্রাম। রবিবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে এই দুই জেলায় বেশ কিছু মানুষ করোনা সংক্রমিত হওয়ার পরেও সবাই সুস্থ হয়ে, করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। দুই জেলার মধ্যে ঝাড়গ্রামে হাতেগোনা সংক্রমণের সংখ্যা হলেও পুরুলিয়ায় সংখ্যাটা ছিল বিপুল পরিমাণে।

Advertisements

ঝাড়গ্রামে এখনো পর্যন্ত ১১ জন করোনা সংক্রামিত হয়েছিলেন যাদের মধ্যে শেষ রিপোর্ট অনুযায়ী সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই বর্তমানে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা হল ০। ঠিক একইভাবে পুরুলিয়ায় মোট সংক্রমণের সংখ্যা ছিল ৮৪। যাদের মধ্যে ৮৩ জন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। আর রবিবারের রিপোর্ট অনুযায়ী শেষ ব্যক্তিও সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। অর্থাৎ এই জেলাতেও কোনরকম ক্ষয়ক্ষতি ছাড়াই সবাই করোনামুক্ত। বর্তমানে জেলায় অ্যাক্টিভ কোন রোগীর সংখ্যা ০। তবে এই ধারাবাহিকতা পশ্চিমবঙ্গের এই দুই জেলা ঝাড়গ্রাম এবং পুরুলিয়া কত দিন বজায় রাখতে পারে তাই এখন দেখার।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের রবিবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১৮ জন। রাজ্যে বর্তমানে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ৫০৬০। আর সুস্থ হয়ে ওঠার হার দাঁড়ালো ৪৫.৬৩%। বর্তমানে রাজ্যে মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা হল ৫৫৫২।

Advertisements