Jhargram New Rail Project: জঙ্গলমহলে খুশি হওয়া, তৈরি হবে নতুন রেলপথ, অনুমোদন দিল কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

বাংলা এক্সপি ডেস্ক: রেল পরিষেবায় সবসময় বৈপ্লবিক পরিবর্তন আসুক এমনটা চান দেশের প্রত্যেক এলাকার বাসিন্দারা। কেননা সস্তায় এবং স্বাচ্ছন্দে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের ক্ষেত্রে রেল পরিষেবার বিকল্প আর কিছু হতে পারে না। আর এই রেল পরিষেবা নিয়েই এবার জঙ্গলমহলে খুশির হাওয়া, কেননা ঝাড়গ্রামে নতুন রেল প্রজেক্ট (Jhargram New Rail Project) তৈরীর অনুমোদন মিলল।

Advertisements

গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক হয়। যে বৈঠকে পরিবেশ সুরক্ষা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন আনা সহ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর এই জনমুখী বিভিন্ন ঘোষণার মধ্যেই নতুন আটটি রেল পথ তৈরি করার অনুমোদন দেয় কেন্দ্র। যে অনুমোদনের বিষয়টি সবার সামনে আনেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Advertisements

কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে নতুন যে আটটি রেলপথ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে সেই সকল রেলপথ তৈরির জন্য প্রাথমিক খরচ হিসাবে ২৪ হাজার ৬৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অনুমোদন পাওয়ার পর এই সকল প্রজেক্ট বাস্তবায়িত করার জন্য রেলের তরফ থেকে খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই সমস্ত রেলপথ তৈরীর কাজ ২০৩০-৩১ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে রেলের।

Advertisements

আরও পড়ুন : Vande Bharat Express: বন্দে ভারতে আরও সফর করতে পারবেন আরও বেশি যাত্রী, কোচ সংখ্যা বৃদ্ধি করছে রেলের

নতুন যে আটটি রেলপথ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে সেগুলি ওড়িশা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গের ১৪টি জেলাকে কভার করবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে বুড়ামুরা থেকে চাকুলিয়া রেলপথ। এই রেলপথটির মোট দৈর্ঘ্য হতে চলেছে ৫৯.৯৫ কিলোমিটার। এই রেলপথটি ওড়িশার ময়ূরভঞ্জ ও পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার মধ্যে কভার করবে। নতুন এই রেলপথ চালু হলে জঙ্গলমহলের মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা বেড়ে যাবে। যাত্রী পরিবহন ছাড়াও অন্য সামগ্রী পরিবহনের ক্ষেত্রেও নতুন দিগন্ত তৈরি হবে।

কেন্দ্রের তরফ থেকে বাকি আরও সাতটি নতুন রেলপথের অনুমোদন দেওয়ার পাশাপাশি আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অনুমোদন দিয়েছে। যেগুলির মধ্যে রয়েছে গঙ্গার উপর নতুন ব্রিজ, পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সামাজিক পরিবর্তন ইত্যাদি। কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন এই সকল যে অনুমোদন দেওয়া হয়েছে তা দেশের বিভিন্ন রাজ্যের মানুষদের উপকারে আসবে বলেই মনে করা হচ্ছে।

Advertisements