মাস্ক না পরলে ১ লক্ষ টাকা জরিমানা, কড়া পদক্ষেপ পড়শী রাজ্যের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি রাজ্যেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। আর এই সংক্রমণ ঠেকাতে প্রতিটি রাজ্য নিজের নিজের মতো করে পদক্ষেপ নিচ্ছে। পশ্চিমবঙ্গে সংক্রমণ ঠেকাতে সপ্তাহে দুদিন করে লকডাউন জারি হয়েছে, একইভাবে সপ্তাহে দুদিন লকডাউন চলছে পড়শী রাজ্য ওড়িশায়। তবে এসবকে ছাড়িয়ে এবার আরও এক পড়শী রাজ্য ঝাড়খণ্ডকে নিতে দেখা গেল কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ। বৃহস্পতিবার ঝাড়খন্ড সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় লকডাউন লঙ্ঘনকারীদের কঠোর সাজা দেওয়া হবে।

Advertisements

Advertisements

পাশাপাশি ঝাড়খণ্ড সরকার একটি অর্ডিন্যান্স জারি করেছে বলে জানা গিয়েছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম থেকে। যে অর্ডিন্যান্সে বলা হয়েছে, লকডাউন লঙ্ঘনকারী অথবা প্রকাশ্য জায়গায় মাস্ক ব্যবহার না করলে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসাবে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। টাকা জরিমানা করার পাশাপাশি তার দু’বছরের জন্য জেলও হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও প্রকাশ্যে থুতু ফেললে একই ধরনের শাস্তি দেওয়া হতে পারে।

Advertisements

ইতিমধ্যেই ঝাড়খন্ড সরকারের তরফ থেকে করোনা সংক্রমণ ঠেকাতে প্রতি সপ্তাহে তিনদিন দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার ঝাড়খণ্ড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তিন দিনের এই বন্ধ ঘোষণা করেছে।

ঝাড়খন্ডে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬,৬৮২, অ্যাক্টিভ রোগী ৩,৫৭০। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,০৪৮ জন আক্রান্ত। তবে যেভাবে এই রাজ্যে সংক্রমণ বাড়ছে সেই দিকে তাকিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির বিচারে কোন ব্যক্তি করোনা গাইডলাইন লংঘন করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisements