Jio True 5G: দাম বাড়িয়েও সস্তার প্ল্যান আনল Jio, ২০০ টাকার কমে দিচ্ছে ট্রু 5G

Madhab Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ জুলাই মাসের ৩ তারিখ দেশের বৃহত্তম টেলিকম সংস্থা মুকেশ আম্বানির জিও মোবাইল খরচ বাড়ানোর পর থেকেই বহু গ্রাহক রয়েছেন যারা রীতিমতো সংস্থার ওপর ক্ষেপে রয়েছেন। বহু গ্রাহক রয়েছেন যারা Jio ছেড়ে অন্য কোথাও নিজেদের নম্বর পোর্ট করার পরিকল্পনা করছেন। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে চাপ বাড়ছে মুকেশ আম্বানির সংস্থার।

Advertisements

মুকেশ আম্বানির সংস্থার চাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তারাও নতুন নতুন প্ল্যান করছে গ্রাহক ধরে রাখা থেকে শুরু করে গ্রাহক বৃদ্ধির জন্য। ঠিক সেই রকমই এবার দাম বাড়িয়েও এই টেলিকম সংস্থাটি তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে ২০০ টাকার নিচে ট্রু 5G প্ল্যান (Jio True 5G) লঞ্চ করলো। সংস্থার তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেক গ্রাহক রয়েছেন যারা উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।

Advertisements

সংস্থার তরফ থেকে 5G পরিষেবা লঞ্চ করে দেওয়া হলেও এই পরিষেবা নিয়ে আলাদা করে কোন রিচার্জ প্ল্যান এখনো পর্যন্ত লঞ্চ করা হয়নি। এর পাশাপাশি 5G পরিষেবাকে জনপ্রিয় করে তোলার জন্য আগে সংস্থার তরফ থেকে ২৩৯ টাকার উপরে যে কোন রিচার্জ প্ল্যান রিচার্জ করলেই 5G পরিষেবা বিনামূল্যে দেওয়া হচ্ছিল। কিন্তু ৩ জুলাই থেকে কেবলমাত্র কয়েকটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রেই 5G পরিষেবা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। আর এর ফলে ৫ জি ব্যবহারকারীদেরও খরচ এখন বেড়ে গিয়েছে।

Advertisements

আরও পড়ুন : Jio Choice Number: গ্রাহক বাড়াতে Jio-র টোটকা, মিলবে চয়েস নম্বর, করতে হবে ছোট্ট কাজ

এমন পরিস্থিতিতে এবার সংস্থার তরফ থেকে ২০০ টাকার কমে ১৯৮ টাকাতেই 5G পরিষেবা দেওয়ার ঘোষণা করা হলো। আবার এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা আনলিমিটেড কল থেকে শুরু করে এসএমএস এবং অন্যান্য সুবিধা পাবেন। যদিও রিচার্জ প্ল্যানটিতে ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে খুব কম।

১৯৮ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ১৪ দিনের ভ্যালিডিটি পাবেন। এর সঙ্গে দেওয়া হচ্ছে আনলিমিটেড কল থেকে শুরু করে প্রতিদিন ১০০ টি করে এসএমএস। যাদের ফাইভ-জি হ্যান্ডসেট রয়েছে তাদের জন্য রয়েছে আনলিমিটেড ফাইভ-জি ডেটা। তবে যারা ফোরজি হ্যান্ডসেট ব্যবহার করেন তারা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। এছাড়াও রয়েছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন। আনলিমিটেড ৫জি ব্যবহার করার ক্ষেত্রে সংস্থার তরফ থেকে শর্ত হিসাবে 5g হ্যান্ডসেট এবং ফাইভ-জি নেটওয়ার্ক এরিয়ার মধ্যে থাকতে হবে বলে জানানো হয়েছে।

Advertisements