প্রতিদিন ২ জিবি ডেটা, Jio-র এই রিচার্জ প্ল্যানগুলিতে 5G ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের Jio। এই টেলিকম সংস্থা দেশে প্রথম 4G পরিষেবা লঞ্চ করার পাশাপাশি তারাই প্রথম 5G পরিষেবা লঞ্চ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে সকল শহরগুলিতে 5G পরিষেবা লঞ্চ হয়েছে সেগুলির জন্য আলাদা করে কোন রিচার্জ প্ল্যান আনা হয়নি সংস্থার তরফ থেকে। 4G-র দামেই গ্রাহকরা 5G পরিষেবার আনন্দ উপভোগ করছেন। যে রিচার্জ প্ল্যানগুলি ব্যবহার করে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাচ্ছে 5G ইন্টারনেট স্পিডে।

২৪৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2gb করে ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং আনলিমিটেড কল উপভোগ করতে পারেন। এছাড়াও রয়েছে Jio TV, JioCinema, JioSecurity ও JioCloud সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৩ দিন।

২৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2gb করে ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং আনলিমিটেড কল উপভোগ করতে পারেন। এছাড়াও রয়েছে Jio TV, JioCinema, JioSecurity ও JioCloud সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

৫৩৩ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2gb করে ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং আনলিমিটেড কল উপভোগ করতে পারেন। এছাড়াও রয়েছে Jio TV, JioCinema, JioSecurity ও JioCloud সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন।

৭১৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2gb করে ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং আনলিমিটেড কল উপভোগ করতে পারেন। এছাড়াও রয়েছে Jio TV, JioCinema, JioSecurity ও JioCloud সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।

২৮৭৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2gb করে ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং আনলিমিটেড কল উপভোগ করতে পারেন। এছাড়াও রয়েছে Jio TV, JioCinema, JioSecurity ও JioCloud সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন।