Jio 4G Phone: এখনো অনেক মানুষ রয়েছেন যারা স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ততটা সরগরো নন। তারা পুরনো দিনের কি প্যাড সেট ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। তবে এখন কার দিনে কিপ্যাড সেট এমন একটা পাওয়া যায় না। কিন্তু সুখবর হচ্ছে এটাই যে জিও সে সমস্ত মানুষদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এসেছে। ধনতেরাস উপলক্ষে রিলায়েন্স জিও তাদের ৪জি ফোনের দাম ঘোষণা করেছে মাত্র ৬৯৯ টাকা। মূলত, এই ফোনটির আসল দাম ৯৯৯ টাকা। ফোনটি এমনভাবে তৈরি যে যে সমস্ত ব্যবহারকারী ২জি ফোন ব্যবহার করে থাকেন তাদের জন্যও বেশ উপযোগী।
ফোনটি কি প্যাড সেট হলেও আধুনিক সময়ের স্মার্টফোনের অনেক সুযোগ-সুবিধাই এই ফোনের মধ্যে উপলব্ধ থাকবে। জিও ৪জি ফোন (Jio 4G Phone) ব্যবহার করে গ্রাহকরা লাইভ খেলা দেখতে পারবেন, ইউটিউব এবং সার্চ ইঞ্জিন হিসাবে গুগল ক্রোম উপস্থিত থাকবে। শুধু তাই নয় ফোনটির মাধ্যমে ডিজিটাল পেমেন্টের জন্য বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। যেমন, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এতে গ্রাহকদের জন্য গ্রুপ চ্যাটের সুবিধাও রয়েছে।
আরো পড়ুন: দিওয়ালি ধামাকা অফার নিয়ে এল Jio! রিচার্জে মিলবে বিশেষ ছাড়, কতদিন চলবে এই অফার
এই দিওয়ালি উপলক্ষে জিও ৪জি ফোনটি (Jio 4G Phone) যে শুধুমাত্র কম দামে কিনতে পারা যাচ্ছে তাই নয় এর সাথে জিও অফার করছে বিভিন্ন রকমের অফারও। ফোনটিতে একটি নির্দিষ্ট প্ল্যানে রিচার্জ করলে গ্রাহকরা বিনামূল্যে পেয়ে যাবেন মেক মাই ট্রিপ, সুইগি এবং আজিওর মতো ব্র্যান্ড থেকে কুপন। যেগুলি পরবর্তীতে রিডিম করে গ্রাহক তার পছন্দমত পণ্য কিনতে পারবেন।
আরো পড়ুন: গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিএসএনএল আনছে একাধিক নয়া ফিচারস, জানুন বিস্তারিতভাবে
জিও ৪জি ফোনটিতে (Jio 4G Phone) গ্রাহক তার পছন্দমত বেশি দাম থেকে কম দামের মধ্যে, নানান রকম রিচার্জের সুবিধা পাবেন। যেমন মাসিক রিচার্জ মাত্র ১২৩ টাকায় বিভিন্ন অফার পাবেন। এই রিচার্জের মাধ্যমে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কল, ১৪ জিবি ডেটা এবং ৪৫৫টির বেশি লাইভ টিভি চ্যানেল। এ ছাড়াও, ফোনে প্রিমিয়াম সিনেমা এবং বিভিন্ন ভিডিও শো দেখা যাবে।
এখনই জিও ৪জি ফোন (Jio 4G Phone) নিয়ে আধুনিক প্রযুক্তির জগতে প্রবেশ করুন। সস্তায় এমন ফিচারস যুক্ত ফোন ব্যবহারের অভিজ্ঞতা লাভ করুন। এক কথায় বলতে গেলে রিলায়েন্স জিও এই দিওয়ালি উপলক্ষে গ্রাহকদের জলের দলে ফলের রস বিক্রি করছে।