Jio Phone: মাত্র ১,০৯৯ টাকায় ৪জি ফোনের চমক, জিও আনল সস্তার মোবাইল, অফারে ফ্রি ডেটা ও কল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Jio Phone: ভারতের মোবাইল বাজারে নতুন ঝড় তুলেছে টেলিকম জায়ান্ট জিও। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন এই সংস্থা এবার নিয়ে এসেছে তাদের সবচেয়ে সস্তা ৪জি ফিচার ফোন— জিওভারত ভি৩ এবং ভি৪, যা মোবাইল দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। এশিয়ার বৃহত্তম প্রযুক্তি ইভেন্ট, ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস-এ এই ফোনগুলি (Jio Phone) লঞ্চ করা হয়। দেশের কোটি কোটি ২জি ব্যবহারকারীদের জন্য এই ৪জি ফোনগুলি দারুণ এক সমাধান হিসেবে এসেছে, কারণ মাত্র ১,০৯৯ টাকায় মিলবে অত্যাধুনিক ৪জি পরিষেবা। এই ফোনগুলি পাওয়া যাবে আমাজন, জিওমার্ট সহ বিভিন্ন অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মে।

Advertisements

জিওভারত ভি৩ এবং ভি৪ ফোনগুলির ডিজাইন থেকে শুরু করে ফিচার, সবই সাধারণ মানুষের জন্য যথেষ্ট ব্যবহারবান্ধব করে তৈরি। জিওভারত ভি৩ স্টাইলিশ ডিজাইনে মনমুগ্ধ করবে, আর জিওভারত ভি৪-এর সহজ ব্যবহারোপযোগী ফিচার সাধারণ গ্রাহকদের কাছে এটি আরও বেশি জনপ্রিয় করে তুলবে। দুটি ফোনেই রয়েছে ১০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুযোগ। এই ফোনগুলি (Jio Phone) ২৩টি ভারতীয় ভাষায় উপলব্ধ, যা ব্যবহারকারীদের জন্য একটি বিশাল সুবিধা।

Advertisements

ফোনগুলির সঙ্গেই থাকছে বিশেষ এক্সক্লুসিভ প্রিপেড রিচার্জ প্ল্যান। মাত্র ১২৩ টাকায় পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল এবং ১৪ জিবি ডেটা। এছাড়া, এই ফোনে পাওয়া যাবে জিওটিভি অ্যাপ, যেখানে ৪৫৫টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে, যার মধ্যে বিনোদন, খবর, শিশুদের জন্য কনটেন্ট সবই রয়েছে। এছাড়াও থাকবে জিওসিনেমা লাইব্রেরি, যা বিনোদনপ্রেমীদের জন্য বড় আকর্ষণ।

Advertisements

আরো পড়ুন: আজই নিন জিওর এই সস্তার প্ল্যানগুলি, পাবেন আনলিমিটেড 5G ডেটা

জিও তার গ্রাহকদের জন্য এনেছে আরও এক চমকপ্রদ রিচার্জ প্ল্যান—মাত্র ৪৭৯ টাকায় ৮৪ দিনের জন্য মিলবে আনলিমিটেড কলিং, ৬ জিবি ডেটা এবং ১০০০ এসএমএস। যদিও ডেটার পরিমাণ কম, তবে যারা মূলত কলিংয়ের জন্য রিচার্জ চান, তাদের জন্য এই অফারটি এক কথায় অসাধারণ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সস্তার অফারগুলো দেশের মোবাইল মার্কেটে এক বিশাল পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের জন্য ৪জি প্রযুক্তি আরও সহজলভ্য করবে।

এছাড়াও, ফোনগুলিতে জিওপ্লে ও জিওমিউজিক-এর মতো অ্যাপও থাকবে, যা বিনোদনপ্রেমী ব্যবহারকারীদের জন্য বাড়তি আকর্ষণ। জিওপ্লে-তে লাইভ টিভি দেখা যাবে, আর জিওমিউজিকের মাধ্যমে শোনা যাবে অসংখ্য গানের ভাণ্ডার। এসব ফিচার ফোনটিকে (Jio Phone) কেবলমাত্র একটি যোগাযোগের যন্ত্র হিসেবে নয়, বরং একটি সম্পূর্ণ বিনোদন ডিভাইস হিসেবেও তুলে ধরছে।

Advertisements