মাত্র ৬১ টাকাতেই Jio 5G, এর চেয়ে সস্তা আর কিছু হতে পারে!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া টেলিকম সংস্থার নাম হলো Jio। এই টেলিকম সংস্থা প্রথম ভারতে 4G পরিষেবা প্রদান করা শুরু করে। তারপর ধাপে ধাপে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও এই টেলিকম সংস্থার দেখানো পথেই হাঁটতে শুরু করে।

Jio যে কেবল ভারতে প্রথম 4G পরিষেবা চালু করে দেশবাসীকে দ্রুত ইন্টারনেট পরিষেবা দিয়েছে এমন নয়। এর পাশাপাশি এই টেলিকম সংস্থা দেশে প্রথম আনলিমিটেড পরিষেবাও প্রদান করে। যেসবের মধ্যে রয়েছে যত খুশি কথা বলার সুযোগ, বিনোদনের জন্য যত খুশি অ্যাপ ব্যবহারের সুযোগ ইত্যাদি। এবার এই টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের জন্য সস্তায় 5G পরিষেবা উপহার দিতে শুরু করেছে।

সবচেয়ে বড় বিষয় হলো দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও ইতিমধ্যেই ১০১টি শহরে 5G পরিষেবা লঞ্চ করে দিয়েছে। এর পাশাপাশি সংস্থার তরফ থেকে 5G পরিষেবার জন্য আলাদা করে কোন রিচার্জ প্ল্যান এখনো পর্যন্ত লঞ্চ করেনি। যে কারণে গ্রাহকদের নম্বরে যদি 4G কোন প্ল্যান রিচার্জ থাকে তাহলেই তারা তা ব্যবহার করতে পারবেন।

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মাত্র ৬১ টাকাতেই ব্যবহারকারীরা 5G পরিষেবা উপভোগ করতে পারবেন। ৬১ টাকায় গ্রাহকরা ৬ জিবি ডেটা পাবেন। তবে এছাড়া আর কিছু পাওয়া যাবে না। ৬১ টাকায় 5G পরিষেবা উপভোগ করতে হলে গ্রাহকদের নম্বরে যেকোনো একটি প্ল্যান সক্রিয় থাকতে হবে। সেটি ২৩৯ টাকা হতে পারে অথবা তার বেশি বা কম প্ল্যানও হতে পারে।

যে সকল শহরে 5G পরিষেবা উপলব্ধ হয়েছে সেই সকল শহরের গ্রাহকরা MyJio অ্যাপ, নিকটবর্তী রিটেলার, নিকটবর্তী তোর অথবা অন্য কোন app থেকে ৬১ টাকা রিচার্জ করে 5G পরিষেবার আনন্দ উপভোগ করতে পারবেন। যে সকল শহরে 5G পরিষেবা চালু হয়নি সেখানে একই রিচার্জে 4G পরিষেবা উপভোগ করার সুযোগ রয়েছে গ্রাহকদের।