নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের ব্যবসা রমরমরমিয়ে চালাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো জিও (Jio)। মুকেশ আম্বানির (Mukesh Ambani) এই টেলিকম সংস্থার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল (Airtel)। অন্যদিকে আরও দুই টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (VI) এবং BSNL নিজেদের ব্যবসা কেবলমাত্র টিকিয়ে রেখেছে বললেই চলে। এই দুই টেলিকম সংস্থার এত পিছনে পড়ে যাওয়ার কারণ হলো প্রযুক্তিগত দিক দিয়ে পিছিয়ে পড়া।
দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও প্রতিনিয়ত তাদের গ্রাহকদের নতুন নতুন অফার থেকে শুরু করে প্রযুক্তিগত দিক দিয়ে নানান উপহার দিয়ে চলেছে। এই টেলিকম সংস্থায়ই যেমন দেশে প্রথম 4G পরিষেবা চালু করেছিল, ঠিক সেই রকমই তারাই আবার প্রথম 5G পরিষেবা চালু করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এখনো এই টেলিকম সংস্থার তরফ থেকে 5G পরিষেবার জন্য কোন প্ল্যান লঞ্চ না করেনি।
সংস্থার তরফ থেকে দেশের কোনায় কোনায় 5G পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চালানো হলেও কোনরকম প্ল্যান লঞ্চ না করার কারণে এই সংস্থার গ্রাহকরা এক প্রকার বিনামূল্যেই 5G পরিষেবার সুবিধা পাচ্ছেন। শুধু শর্ত হিসাবে গ্রাহকদের নম্বরে সবচেয়ে কম ২৩৯ টাকার একটি রিচার্জ থাকতে হবে। অর্থাৎ ২৩৯ টাকা অথবা তার উপরের কোন রিচার্জ প্ল্যান গ্রাহকদের নম্বরে থাকলেই সম্পূর্ণ বিনামূল্যে 5G পরিষেবা উপভোগ করার সুযোগ দিচ্ছে সংস্থা।
কিন্তু এবার এই দিন শেষ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। কারণ সংস্থার তরফ থেকে এবার 5G পরিসেবার জন্য নতুন প্ল্যান লঞ্চ করা হবে। নতুন প্ল্যান কতটা মূল্যবান হতে চলেছে তা অবশ্য এখনো জানা যায়নি। তবে সংস্থার এমন ঘোষণায় রীতিমতো বিনামূল্যে 5G পরিষেবা ব্যবহার করার সুযোগ শেষ হতে চলেছে বলেই আশঙ্কা করছেন গ্রাহকরা।
কবে আসছে রিলায়েন্স জিওর 5G প্ল্যান? সম্প্রতি আয়োজন করা হয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৬ তম বার্ষিক সম্মেলন। যেখানে মুকেশ আম্বানি জানান, দেশের ৯৬ শতাংশ সেন্সাস শহরগুলিতে ইতিমধ্যেই 5G পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। চলতি বছর শেষের দিকেই অন্যান্য সব শহরে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। আর ডিসেম্বর মাসের মধ্যেই 5G পরিষেবার জন্য প্রিপেড এবং পোস্টপেড প্ল্যান লঞ্চ করা হবে। তবে এই সকল প্ল্যানের দাম কত হতে চলেছে তার সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।