নিজস্ব প্রতিবেদন : দেশের টেলিকম ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio। তারাই প্রথম ভারতবাসীদের 4G পরিষেবা উপভোগ করার সুযোগ করে দেয়। আর এবার তারা ছুটে চলেছে 5G পরিষেবার দিকে। দেশের মানুষেরাও এই নতুন পরিষেবার দিকে মুখিয়ে রয়েছেন। আর এই পরিষেবা কবে থেকে দেশে চালু হতে পারে তার দিনক্ষণ নিয়ে বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি।
‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০’ অনুষ্ঠানে মঙ্গলবার মুকেশ আম্বানি ঘোষণা করেন, “Jio 5G পরিষেবা ভারত সরকারের আত্মনির্ভর প্রকল্পের একটি ছোট্ট পদক্ষেপ হবে। আমি নিশ্চিত করছি জিও এই দেশে সর্বপ্রথম 5G বিপ্লব আনবে। এর জন্য সম্পূর্ণ স্বতন্ত্রভাবে নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। পাশাপাশি এর টেকনোলজিও সম্পূর্ণ আলাদা এবং নতুন।”
কবে এই 5G পরিষেবা চালু হবে? এই প্রসঙ্গে মুকেশ আম্বানি জানান, “আমরা গর্বের সঙ্গে বলতে পারি জিও 5G পরিষেবা তৈরি হয়ে গিয়েছে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এই পরিষেবা তৈরি করা হয়েছে। ভারতীয় প্রযুক্তি হওয়ার দরুন এই পরিষেবা ভারতীয়দের বিপুল সুবিধা করবে। খুব তাড়াতাড়ি এই পরিষেবার ট্রায়াল শুরু করবো আমরা।” ট্রায়াল শুরু করার পাশাপাশি তিনি এটাও জানান যে, “আগামী বছর অর্থাৎ ২০২১ সালের প্রথম ছয় মাসের মধ্যেই পরিষেবা চালু করে দেওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে।”
অর্থাৎ রিলায়েন্স জিওর কর্ণধার মুকেশ আম্বানির কথা অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে আগামী বছর জুন মাসের মধ্যেই ভারতীয়রা 5G পরিষেবা বহন করতে পারবেন। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে মুকেশ আম্বানি জানান, “২০টি স্টার্টআপ পার্টনারকে নিয়ে জিও প্লাটফর্ম তৈরি করা হয়েছে। বিশ্বমানের পরিষেবা দিতে দায়বদ্ধ জিও। জিও স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অর্থনীতি সবক্ষেত্রেই অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করা হচ্ছে।”